|

বউয়ের সাথে মিথ্যা কথা?

একবার এক প্রেমিক বন্ধুকে জিজ্ঞাস করেছিলাম, “প্রেম করতে কি যোগ্যতা লাগে রে?”

সে বললোঃ “কিচ্ছু না, অনর্গল মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারলেই হলো।”

আবদুল্লাহ আবু সাইদ একবার আমাদেরকে বলেছিলেন, “প্রেম হচ্ছে সোহরাওয়ার্দি উদ্যানে বসে বসে বাদাম খাওয়া, আর অনর্গল মিথ্যা বলে যাওয়া। দু’জনেই জানে যে, দু’জনেই মিথ্যা বলছে। তারপরেও একে অপরকে বলে- আরো বলো, আরো বলো”।

বিয়ে ছাড়া যে প্রেম, সে প্রেমকে টিকিয়ে রাখতে হলে মিথ্যার উপরেই ভর করতে হয়। সত্য বললে সে প্রেম টিকে না।

কিন্তু, বিয়ের ক্ষেত্রে?

অনেকে বিয়ে করতে গেলেও অজস্র মিথ্যা বলে। কিন্তু, পৃথিবীর কোনো সম্পর্কই মিথ্যার উপর বেশিদিন টিকে থাকে না।

বিয়ে পড়ানোর সময়ে ইমাম সাহেব যে কয়টি আয়াত পড়েন, তার একটি হলো –

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّقُوا۟ ٱللَّهَ وَقُولُوا۟ قَوْلًۭا سَدِيدًۭا

“হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বল।” [সূরা ৩৩/ আহযাব – ৭০]

আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে – “স্বামী বা স্ত্রীর সাথে মিথ্যা বলা জায়েজ”। কিন্তু এটি সম্পূর্ণ কোর’আন বিরোধী একটি কথা। একজন মানুষ তাঁর জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথেই সবচেয়ে বেশি সত্য কথা বলা উচিত। কেননা, মিথ্যার উপর কোনো সম্পর্কই টিকে থাকে না।

বিয়ের ঘটকালি থেকে শুরু করে মারা যাবার আগ পর্যন্ত প্রতি মুহূর্তে জীবন সঙ্গীর সাথে অপ্রিয় হলেও সত্য কথাটিই বলা প্রয়োজন।

আরো পোস্ট

একটি মন্তব্য লিখুন

আপনার ইমেইল অ্যাড্রেস প্রকাশ করা হবে না। তারকা (*) চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক