হাদিস সমগ্র
বিয়েতে ‘গায়ে হলুদ’ প্রসঙ্গে একটি হাদিস
আবদুর রহমান ইবনে আওফ (রা) মদিনায় আসার পর রাসূল (সা) তাঁর সাথে সা’দ ইবনে রাবী আল আনসারী (রা)-এর ভ্রাতৃত্ব বন্ধন গড়ে দিলেন। এ আনসারীর দু’জন স্ত্রী ছিল। সা’দ (রা) আবদুর রহমান (রা)-কে বললেন, “আপনি আমার পরিবার এবং সম্পদের অর্ধেক নিন”। তিনি উত্তরে বললেন, “আল্লাহ্ আপনার পরিবার ও সম্পদে বারাকাত দিন। আপনি আমাকে বাজার দেখিয়ে দিন”।
এরপর আবদুর রহমান বাজারে গিয়ে পনির ও মাখনের ব্যবসা করে লাভবান হলেন।
কিছুদিন পরে রসূল (সা) আবদুর রহমান (রা)-এর শরীরে হলুদ রঙের দাগ দেখতে পেলেন এবং জিজ্ঞেস করলেন, “হে আবদুর রহমান। কী হয়েছে তোমার?”
তিনি উত্তরে বললেন, “আমি এক আনসারী মেয়েকে বিয়ে করেছি”। নবী (সা) জিজ্ঞেস করলেন, “তুমি কত মোহর দিয়েছ?”। তিনি উত্তরে বললেন, “এক টুকরো স্বর্ণ”। নবী (সা) বললেন, একটি বকরী দিয়ে হলেও খাওয়া-দাওয়ার অনুষ্ঠান করো।
[সহীহ বুখারী – ৫০৭২, মাকতাবায়ে শামেলা]
_______________
مُحَمَّدُ بْنُ كَثِيرٍ عَنْ سُفْيَانَ عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ قَالَ قَدِمَ عَبْدُ الرَّحْمٰنِ بْنُ عَوْفٍ فَآخَى النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَه“ وَبَيْنَ سَعْدِ بْنِ الرَّبِيعِ الأَنْصَارِيِّ وَعِنْدَ الأَنْصَارِيِّ امْرَأَتَانِ فَعَرَضَ عَلَيْهِ أَنْ يُنَاصِفَه“ أَهْلَه“ وَمَالَه“ فَقَالَ بَارَكَ اللهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ دُلُّوْنِي عَلَى السُّوْقِ فَأَتَى السُّوْقَ فَرَبِحَ شَيْئًا مِنْ أَقِطٍ وَشَيْئًا مِنْ سَمْنٍ فَرَآهُ النَّبِيُّ صلى الله عليه وسلم بَعْدَ أَيَّامٍ وَعَلَيْهِ وَضَرٌ مِنْ صُفْرَةٍ فَقَالَ مَهْيَمْ يَا عَبْدَ الرَّحْمٰنِ فَقَالَ تَزَوَّجْتُ أَنْصَارِيَّةً قَالَ فَمَا سُقْتَ إِلَيْهَا قَالَ وَزْنَ نَوَاةٍ مِنْ ذَهَبٍ قَالَ أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ.
**************
খাবার খাওয়ার নিয়ম
“মানুষ পেটের চেয়ে অধিক নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না। মেরুদণ্ড সোজা রাখতে পারে, এমন কয়েক লোকমাই বনি আদমের জন্যে যথেষ্ট। যদি আরো বেশি খাবার প্রয়োজন হয়, তাহলে পাকস্থলীর এক-তৃতীয়াংশ খাদ্যের জন্যে, এক-তৃতীয়াংশ পানির জন্যে, এবং এক-তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের জন্যে রাখবে”।
[তিরমিজি, সহীহ হাদিস – ২৩৮০]
__________
عن المقدام بن معد يكرب قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مَلَأَ آدَمِيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ بِحَسْبِ ابْنِ آدَمَ أُكُلَاتٌ يُقِمْنَ صُلْبَهُ فَإِنْ كَانَ لَا مَحَالَةَ فَثُلُثٌ لِطَعَامِهِ وَثُلُثٌ لِشَرَابِهِ وَثُلُثٌ لِنَفَسِهِ
**************
নারীদেরকে খারাপ বলার প্রতিবাদ
আয়েশা (রা)-এর সামনে আলোচনা হচ্ছিলো যে, নামাজের সামনে দিয়ে কুকুর, গাধা ও নারীরা যাতায়াত করলে নামাজ নষ্ট হয়ে যায়।
আয়েশা (রা) বললেন, তোমরা আমাদেরকে কুকুর ও গাধার সমতুল্য মনে করছো? আল্লাহর কসম, আমি রাসূল (স)-কে নামাজ পড়তে দেখতাম, অথচ, তাঁর ও কিবলার মধ্যবর্তী স্থানে আমি খাটে শুয়ে থাকতাম।
[সহীহ মুসলিম – ২৭০, মাকতাবায়ে শামেলা]
_______
عَنْ عَائِشَةَ، وَذُكِرَ عِنْدَهَا مَا يَقْطَعُ الصَّلَاةَ الْكَلْبُ، وَالْحِمَارُ، وَالْمَرْأَةُ فَقَالَتْ عَائِشَةُ: قَدْ شَبَّهْتُمُونَا بِالْحَمِيرِ وَالْكِلَابِ، وَاللهِ لَقَدْ «رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَإِنِّي عَلَى السَّرِيرِ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ مُضْطَجِعَةً،
**************
সম্পদ
অনেক সম্পদ হলেই কেউ ধনী হয় না,বরং মনের দিক থেকে ধনী হওয়াই প্রকৃত ধনী।
– মুহাম্মদ (স), সহীহ বুখারী – ৬৪৪৬।
________
لَيْسَ الْغِنَى عَنْ كَثْرَةِ الْعَرَضِ وَلَكِنَّ الْغِنَى غِنَى النَّفْسِ
**************