ধর্মবিদ্বেষী সেক্যুলার বনাম ধর্মপ্রেমী সেক্যুলার – আবু জাহেল বনাম নাজাশী

আবু জাহেল ছিলেন মক্কার কুরাইশদের নেতা। আর আবিসিনিয়ার নেতা ছিলেন নাজাশী। দুই জনই অমুসলিম ছিলেন। কিন্তু, একজন ছিলো অন্য ধর্মের প্রতি বিদ্বেষী, অন্যজন ছিলেন অন্য ধর্মের প্রতি সহনশীল। এ যুগে তারা থাকলে, তাদের দুইজনকেই সেক্যুলার বলা হতো।

সেক্যুলার শব্দটি একটি পরিভাষা। অন্য ধর্মের প্রতি বিদ্বেষ ও অন্য ধর্মের প্রতি সহনশীল উভয়টি বুঝানোর জন্যে সেক্যুলার শব্দটি ব্যবহার করা হয়। এটাকে ইসলামবিদ্বেষীরা এক অর্থে ব্যবহার করে, ইসলামপন্থীরা অন্য অর্থে ব্যবহার করেন।

বাস্তববাদী ইসলামপন্থীরা সেক্যুলারিজমকে সহনশীল অর্থে গ্রহণ করেন। কারণ, অন্য ধর্মের প্রতি সহনশীল হবার যে শিক্ষা আমরা ইসলাম থেকে পাই, সেটাকে সহনশীল অর্থে সেক্যুলারিজম বললে অনেক সমসাময়িক রাজনৈতিক প্রশ্নের উত্তর আমাদের জন্যে সহজ হয়ে যায়।

ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করা কুফরি। ইসলামপন্থীরা কখনোই ইসলামবিদ্বষীদের প্রতি সহনশীল হতে পারেন না। যারা ইসলাম সহ অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করেন, তাদের বিরুদ্ধেই সংগ্রাম করার বাস্তববাদী ইসলামপন্থীদের দায়িত্ব।

আরো পোস্ট