তুরস্কের একে পার্টির নিকট ধর্মনিরপেক্ষের সংজ্ঞা

এরদোয়ান বলেন –

“আমরা দল গঠন করা সময়ে একটি কথা বলেছিলাম যে, “একে পার্টি ধর্মভিত্তিক কোনো দল নয়, বরং মানুষ বা জনগণ নির্ভর একটি দল”। দেখুন, একটি বিষয় নতুন করে এখানে আমি আবারো বলছি, যার বিরোধিতা করা লোকও আমাদের দেশে রয়েছে। আমি খুবই স্পট ভাষায় বলছি, ধর্মনিরপেক্ষ হলো সকল ধর্মের লোককে তাদের অধিকার দেয়া, সকল ধর্মের মানুষকে নিরাপত্তা দেয়া। কোনো মানুষ ব্যক্তি হিসাবে ধর্মনিরপেক্ষ হতে পারে না। কিন্তু রাষ্ট্র ধর্মনিরপেক্ষ হতে পারে। কোনো ব্যক্তি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নিজেকে ধর্মনিরপেক্ষ বললে, সেটাও চলে। কিন্তু, ধর্মনিরপেক্ষকে ইসলামের বিপরীত যখন দাঁড় করানো হয়, তখনি ভুল শুরু হয়। আমার ধর্মনিরপেক্ষ ধারণার বুঝ হলো এটাই।”

 

 

https://www.youtube.com/watch?v=QcIXuo–Q3k&fbclid=IwAR0qxCmIcsDaYV1BW_8nYq55JBdFFXVqf-9tInr2PaxwM1qVatl6FuNePtc

আরো পোস্ট