সুলতান ফাতিহ এর দর্শন চর্চা

ইস্তানবুল জয় করেছেন ফাতিহ সুলতান মেহমেদ। তিনি যুদ্ধে বের হলেও হাতে নিতেন একটি বইয়ের ব্যাগ। যেখানেই যেতেন সবসময় তাঁর পকেটে দুই-একটা বই থাকতোই। যে বইগুলো সবসময়ে তিনি তাঁর পকেটে রাখতেন, তা হলো –

১) ইবনে সিনার ‘আল ইশারাত’।
২) ইমাম গাজালির ‘তাহফাতুল ফালাসিফা’।
৩) সদরুদ্দিন কোনভীর ‘মিফতাহুল গায়েব’।
৪) সোহরাওর্দীর ‘হিকমাতুল ইশরাক’।

এগুলো সব দর্শনের বই। আমরা যখন দর্শন চর্চাকে হারাম বলতেছি, তখন সুলতান মেহমেদ তাঁর পকেটে দর্শনের বই নিয়ে ইস্তানবুল জয় করতে বের হয়েছেন।

সূত্র – Arayışlar Dönemi ve Islah Hareketleri, Youtube, 1:38:00

আরো পোস্ট