লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ
পৃথিবীর প্রতিটি মানুষ তার জন্মের পূর্বেই আল্লাহ তায়ালাকে ‘রব’ বা প্রতিপালক হিসাবে স্বীকার করে নেন। কিন্তু, প্রতিটি মানুষ তার জন্মের পূর্বে আল্লাহ তায়ালাকে ‘ইলাহ’ বা উপাস্য হিসাবে স্বীকার করে নেন না। এ কারণে, মুমিন ও মুসলিম হবার জন্যে প্রতিটি মানুষকে তার জন্মের পর আল্লাহ তায়ালাকে ইলাহ হিসাবে স্বীকার করে নিতে হয়।
আল্লাহকে একমাত্র ইলাহ বা উপাস্য হিসাবে গ্রহণ করার স্বীকারোক্তিকে আমরা কালেমায়ে তাওহীদ বলি, এবং তা হলো – “লা ইলাহা ইল্লাল্লাহ” অর্থাৎ, “আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই”।
কিন্তু, কেউ যদি বলে “লা রব্বা ইল্লাল্লাহ” অর্থাৎ “আল্লাহ ছাড়া কোনো প্রতিপালক নেই”, তাহলে তা কালেমায়ে তাওহীদ হবে না।
আল্লাহ আমাদের রব বা প্রতিপালক। এটা কেউ স্বীকার না করলেও অন্য কেউ তার প্রতিপালক হবার সম্ভাবনা নেই। যেমন, কেউ তার নিজের পিতামাতাকে স্বীকার না করলেও, তিনি অন্য কারো সন্তান হবার সম্ভাবনা নেই।
কিন্তু, কেউ আল্লাহর উপাসনা না করে অন্য মানুষ বা অন্য শক্তির উপাসনা করতে পারে। যেমন, কেউ নিজের পিতামাতার দায়িত্ব পালন না করে কেউ অন্য মানুষের দায়িত্ব পালন করতে পারে।
পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা হলো এমন একটি উপাসনা, যেখানে আল্লাহ ছাড়া অন্য শক্তির কাছে মঙ্গল কামনা করা হয়, যা প্রকাশ্য শিরক।