আমি সত্যের পক্ষে, সে সত্য কে বলেছে, তা ব্যাপার নয়।

আমেরিকার মুজাহিদ ম্যালকম এক্স বলেছেন – I’m for truth, no matter who tells it. অর্থাৎ, “আমি সত্যের পক্ষে, সে সত্য কে বলেছে, তা ব্যাপার নয়।”

উস্তাদের এই কথাটাকে আমি এভাবে বুঝি। ধরুন, বাংলাদেশের ফরিদ উদ্দিন মাসুদ শেখ হাসিনার দালালি করেন, অথবা, মিশরের গ্র্যান্ড মুফতি খুনি সিসির দালালি করেন। ফরিদ উদ্দিন মাসুদ অথবা মিশরের গ্র্যান্ড মুফতি যা যা বলেন, ধরুন, তার ৯০% কথা ভুয়া বা মিথ্যা। যদি তাদের ১০% কথা জ্ঞানের কথা হয় এবং তা আমার কাছে সত্য মনে হয়, তাহলে উস্তাদ ম্যালকম এক্সের সূত্রানুযায়ী তাদের কথা নিতে আমার কোনো আপত্তি নেই।

একইভাবে, কোনো আলেমের ৯৯% কথা সত্য হলেও যদি ১% কথা মিথ্যা মনে হয়, তাহলে উস্তাদ ম্যালকম এক্সের সূত্রানুযায়ী ঐ আলেমের মিথ্যা কথাটা প্রত্যাখ্যান করতেও আমার কোনো দ্বিধা নেই।

আরো পোস্ট