‘ইবনুল ওয়াক্ত’ মানে কি?
একজন মানুষ নিজেকে সর্ব অবস্থায় সুখী ও শান্ত রাখার কৌশল হলো নিজেকে ‘ইবনুল ওয়াক্ত’ মনে করা। ‘ইবনুল ওয়াক্ত’ সুফিদের একটি পরিভাষা, তাদের একটি গুরুত্বপূর্ণ অভ্যাস হলো, নিজেকে ‘ইবনুল ওয়াক্ত’ মনে করা। ‘ইবনুল ওয়াক্ত’ মানে সময়ের সন্তান।
ইবনুল ওয়াক্ত মানে হলো, ঠিক এই মুহূর্তটি নিয়ে চিন্তা করা। ঠিক এই মুহূর্তে আমি যেখানে বসে, শুয়ে, বা দাঁড়িয়ে আছি, সেটাই আমার জায়গা। এবং ঠিক এই মুহূর্তটি হলো সর্ব উৎকৃষ্ট সময়, এটা মনে করাই হলো ইবনুল ওয়াক্তের কাজ।
অনেকেই অতীতের দুঃখ ও ব্যর্থতাকে ভুলতে পারেন না, আবার অনেকে সারাক্ষণ নিজের পূর্বপুরুষের গৌরব করেন। অতীতের জন্যে নিজেকে ব্যথিত বা উচ্ছ্বাসিত মনে না করাই ইবনুল ওয়াক্তের কাজ।
অনেকে ভবিষ্যতের আশায় বর্তমান সময়কে গুরুত্ব দেন না। আজকের কাজ আগামীদিন করবেন ভাবেন। কিন্তু, ঠিক এই মুহূর্তের কাজ এখনি করার নাম ইবনুল ওয়াক্ত।
মূলত যারা আল্লাহর উপরে সর্ব অবস্থায় ভরসা করতে পারেন, তাদেরকেই সূফীদের ভাষায় ‘ইবনুল ওয়াক্ত’ বলা হয়।
সূফীদের এই ধারণাটি সহীহ বুখারীর একটি হাদিস থেকে জন্ম লাভ করেছে।
ইবনে ওমর (রা) বলেন –
إِذَا أَمْسَيْتَ فَلاَ تَنْتَظِرِ الصَّبَاحَ، وَإِذَا أَصْبَحْتَ فَلاَ تَنْتَظِرِ المَسَاءَ
صحيح البخاري 8/ 89
“তুমি যদি সন্ধ্যায় উপনীত হও, তাহলে সকালের জন্যে অপেক্ষা করো না। আর তুমি যদি সকালে উপনীত হও, তাহলে সন্ধ্যার অপেক্ষা করো না।” [বুখারি – ৬৪১৬]
ভবিষ্যতের দিকে চেয়ে না থেকে এখনি জীবনের সবচেয়ে মূল্যবান কাজটি করে ফেলেন যারা, তাদেরকেই ইবনুল ওয়াক্ত বলা হয়। এবং এটাই নিজেকে সফল ও সুখী করার সর্বোৎকৃষ্ট পন্থা।
21 মার্চ, 2019, 3:55 PM