জ্ঞান অর্জনের জন্যে বই পড়ার চেয়ে চিন্তা করা বেশি প্রয়োজন
জ্ঞান অর্জনের জন্যে বই পড়ার চেয়ে চিন্তা করা বেশি প্রয়োজন।
একবার ইবনে আব্বাস (রা)-কে প্রশ্ন করা হলো, আপনি এতো জ্ঞান কিভাবে অর্জন করলেন?
তিনি বললেন, “প্রচুর প্রশ্ন করতে পারা একটি একটি মুখ এবং প্রচুর চিন্তা করতে পারা একটি হৃদয়ের মাধ্যমে”।
অর্থাৎ, জ্ঞান অর্জনের ধাপগুলো হলো –
১) নিজের মধ্যে প্রচুর প্রশ্নের উদয় করা।
২) প্রশ্নগুলোর উত্তর খোঁজা।
৩) লজ্জা ও অহংকার দূর করে জ্ঞানীদের কাছে সেই প্রশ্নের উত্তর জানতে চাওয়া।
৪) নিজে নিজে প্রচুর চিন্তা করা।
৫) প্রয়োজনে বইয়ের সাহায্য নেয়া।
_____
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ: قثنا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قثنا جَرِيرٌ، عَنْ مُغِيرَةَ قَالَ: قِيلَ لِابْنِ عَبَّاسٍ كَيْفَ أَصَبْتَ هَذَا الْعِلْمَ؟ قَالَ: «بِلِسَانٍ سَؤُولٍ، وَقَلْبٍ عَقُولٍ
[فضائل الصحابة لأحمد بن حنبل 2/ 970]
৪/১/২০১৯