“এরদোয়ান : দ্যা চেঞ্জ মেকার” – বুক রিভিউ
“এরদোয়ান : দ্যা চেঞ্জ মেকার” বইটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম। সাধারণত বাংলা কোনো বই এতোটা গুরুত্ব দিয়ে পড়া হয় না, যতটা গুরুত্ব দিয়ে এ বইটি পড়লাম। কারণ –
১.
আওয়ামী লীগ ও বিএনপির অসৎ রাজনীতি থেকে মুক্তি চায় বাংলাদেশের মানুষ, কিন্তু ইসলামপন্থী দলগুলোর উপরেও সাধারণ মানুষ তেমন আস্থা রাখতে পারছে না। কারণ, বাংলাদেশের রাজনীতিতে যারা সৎ, তাঁরা উদার নয়; আবার, যারা উদার, তাঁরা সৎ নয়।
বাংলাদেশের মানুষ এমন একটি ব্যতিক্রমধর্মী রাজনৈতিক দলের অপেক্ষা করছে, যারা আওয়ামী লীগ বা বিএনপির মতো উদার কিন্তু ইসলামপন্থী দলগুলোর মতো সৎ হবে। অর্থাৎ, রাজনৈতিকভাবে উদার ও সৎ একদল মানুষের দিকে বাংলাদেশের মানুষ এখন উন্মুখ হয়ে চেয়ে আছে। কারণ, বাংলাদেশে উদার ও সৎ কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব এখনো নেই। তাই, আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যারা দেখেন, তাঁদেরকে এরদোয়ানের মতো এমন একটি রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিতে হবে, যারা রাজনৈতিকভাবে সৎ হবে এবং একইসাথে উদার হবে।
“এরদোয়ান : দ্যা চেঞ্জ মেকার” বইটি বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
২.
রাজনীতি নিয়ে বাংলাদেশে অনেক টক-শো ও অনেক কথা হয়েছে। কিন্তু একজন উদার ও সৎ রাজনৈতিক ব্যক্তি বাংলাদেশে গড়ে উঠেনি। এর কারণ হলো, কেবল তত্ত্ব বা থিউরি দিয়ে রাজনীতি বোঝা সম্ভব হয় না। রাজনীতিকে বুঝতে হলে একজন রোল মডেলকে সামনে নিয়ে বুঝতে হয়। কারণ, অনেক কিছুই তাত্ত্বিকভাবে বুঝা সম্ভব হলেও বাস্তবে তা অসম্ভব হয়ে যায়। আবার, অনেক কিছু তাত্ত্বিকভাবে অসম্ভব হলেও বাস্তবে তা সম্ভব হয়ে ওঠে। এজন্যে, এরদোয়ানকে সামনে নিয়ে বিশ্ব রাজনীতি বুঝার চেষ্টা করলে অনেক কিছুই সহজে বোঝা সম্ভব হবে, যা তাত্ত্বিকভাবে বোঝা যাবে না।
৩.
বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা সৃষ্টির লক্ষ্যেই লেখক Hafijur Rahman বইটি লিখেছেন। ফলে, তিনি সেসব বিষয় নিয়ে বেশি লিখেছেন, যা বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন করা প্রয়োজন।
যেমন, বাংলাদেশে ইসলামপন্থী দলগুলো তাঁদের সভা-সেমিনারে নারীদেরকে আসার সুযোগ দেয় না। কিন্তু তুরস্কের রাজনীতিতে এরদোয়ানের সফলতার কারণ হিসাবে লেখক দেখিয়েছেন যে, এরদোয়ান তাঁর রাজনীতিতে নারীদেরকে অগ্রাধিকার দিতেন সবচেয়ে বেশি।
অর্থাৎ, হাফিজ ভাইয়া তাঁর বইতে দেখিয়েছেন, কিভাবে একটি সফল রাজনৈতিক দল গঠন করতে হয়, এবং কিভাবে বিভিন্ন বিপদ মোকাবেলা করে সেই রাজনৈতিক দলকে টিকিয়ে রাখতে হয়।
“এরদোয়ান : দ্যা চেঞ্জ মেকার” বইটা আমার কাছে খুবই ভালো লেগেছে।