সমালোচনা করার উপায়
এক চামচ লবণ কাউকে খেতে দিলে, কেউ তা খেতে পারবে না কিংবা খেতে চাইবে না। কিন্তু, এক লিটার পানিতে এক চামচ লবণ মিশিয়ে দিলে, সেই লবণপানি পান করতে কেউ তেমন আপত্তি করবে না।
সমালোচনা হলো এক চামচ লবণের মত, কেউই তা গ্রহণ করতে চায় না। কিন্তু, সুন্দর উপদেশ হলো এক লিটার পানিতে মিশানো এক চামচ লবণের মত। মানসিক ডাইরিয়া হলে অনেকেই সেই পানি পান করতে চায়।
সমালোচনা ও উপদেশ এক নয়। সমালোচনা আসে অহংকার থেকে, আর, উপদেশ আসে ভালোবাসা থেকে। অন্যের সমালোচনাকে কোর’আনে নিষেধ করা হয়েছে, কিন্তু অন্যকে উপদেশ দেয়ার জন্যে কোর’আনে উৎসাহ দেয়া হয়েছে। [৪৯/১১, ১০৩/৩]
আমরা উপদেশের নামে অধিকাংশ সময়ে আসলে মানুষের সমালোচনাই করি।