কেরামত শব্দের অর্থ কী?
বাংলা ভাষায় “কেরামত” শব্দের সাথে “দেখানো” শব্দটি যুক্ত করা হয়। অথচ, কেরামত দেখানোর কোনো বিষয় নয়, কেরামত হলো গ্রহণ করার বিষয়।
আরবি ভাষার “কেরামত” শব্দের অর্থ হলো সম্মান। কোনো ব্যক্তি কোনো কাজে চরম হতাশ হয়ে গেলে বা খুবই বিপদে পড়লে আল্লাহ তায়ালা ঐ ব্যক্তিকে যে সাহায্য বা সম্মান করেন, সেটাকেই কেরামত বলা হয়। কেরামত মানে অলৌকিক কিছু ঘটা নয়। কেরামত মানে হতাশার শেষ প্রান্তে আশা জাগা।
যেমন, ইব্রাহীম (আ) এর স্ত্রী হাজেরা বিপদে পড়ে যখন চরম হতাশ হয়ে যান, তখন ইসমাঈল (আ)-এর পায়ের নিচে যে পানি উঠে, সেটাই কেরামত।
এখানে, ইসমাঈল (আ) ও হাজেরা (আ) কেউই কেরামত দেখাননি, বা দেখাতে পারেননি। বরং আল্লাহর পক্ষ থেকে কেরামত গ্রহণ করেছেন।
কেরামত দেখাতে পারেন কেবল আল্লাহ, অন্য কেউ কেরামত দেখাতে পারে না, কিন্তু কেরামত গ্রহণ করতে পারে।
তাই, আমাদের এ কথা ঠিক নয় যে, “ওমুক ওলী এই কেরামত দেখিয়েছেন”। বরং আমরা বলতে পারি, “ওমুক ওলী এই কেরামত গ্রহণ করেছেন”।