প্রথম তিন যুগে হাদিস চর্চায় নারীদের অবদান

উস্তাজা আমাল কুরদাশ (آمال قرداش ) তাঁর বিখ্যাত গ্রন্থ ‘প্রথম তিন যুগে হাদিস চর্চায় নারীদের অবদান’ (دور المرأة في خدمة الحديث في القرون الثلاثة الأولى) -এ অনেক নারী মুহাদ্দিসাদের নাম উল্লেখ করেন, যারা পুরুষ মুহাদ্দিসদেরকে হাদিস শিক্ষা দিয়েছেন। তন্মধ্যে যেমন রয়েছেন ইমাম মালিক ইবনে আনাসের কন্যা ফাতিমা, খাদিজা উম্মে মোহাম্মদ, জয়নাব বিনতে সুলাইমান আল-হাশিমিয়াহ, জয়নাব বিনতে সুলাইমান ইবনে আবু জাফর আল মানসুর, উম্মে ওমর আল-তাকাফিয়্যাহ, আসমা আসাদ ইবনে আল-ফুরাত, সুলাইহা বিনতে আবু নাঈম, সামানাহ বিনতে হামদান আল-আনবাইয়াহ এবং আবদাহ বিনতে আবদুর রাহমান ইবনে মুসাব। 

যেসব নারী সাহাবীদের থেকে বড় বড় ইমামরা হাদিস বর্ণনা করেছেন, তাদের একটা হিসাব বের করেছেন কুরদাশ। 

– ইমাম বুখারি তাঁর হাদিস গ্রন্থে ৩১ জন নারী সাহাবী থেকে হাদিস বর্ণনা করেছেন।
– ইমাম মুসলিম তাঁর হাদিস গ্রন্থে ৩৬ জন নারী সাহাবী থেকে হাদিস বর্ণনা করেছেন।
– আবু দাউদ তাঁর সুনানে ৭৫ জন নারী সাহাবী থেকে হাদিস বর্ণনা করেছেন।
– তিরমিজি তাঁর হাদিস গ্রন্থ সুনানে ৪৬ জন নারী সাহাবী থেকে হাদিস বর্ণনা করেছেন।
– ইমাম নাসায়ী তাঁর হাদিস গ্রন্থ সুনানে ৬৫ জন নারী সাহাবী থেকে হাদিস বর্ণনা করেছেন।
– ইমাম ইবনে মাজাহ তাঁর সুনানে ৬০ জন নারী সাহাবী থেকে হাদিস বর্ণনা করেছেন।

[জাসের আওদা, রিক্লেইমিং দ্যা মস্ক, পৃষ্ঠা ১০০]

Feb 6, 2020, 7:08 PM

আরো পোস্ট