সেক্যুলারিজমের নামে ইসলাম বিদ্বেষের চর্চা করে ভারত ও বাংলাদেশ

সেক্যুলারিজমের নামে ভারত ও বাংলাদেশে সবসময়-ই ইসলামবিদ্বেষের চর্চা হয়েছে। ভারতের কংগ্রেস তাদের সেক্যুলারিজমে ইসলামকে স্থান না দেয়ার কারণে মুসলিমদেরকে আলাদা করে মুসলিম লীগ করতে হয়েছে, এবং দেশ ভাগ করতে হয়েছে। ভারতে যদি সেক্যুলারিজমের সঠিক চর্চা হতো, তাহলে মুসলিম লীগের গঠন হতো না, ভারত ভাগ হতো না, এবং বাবরি মসজিদ ধ্বংস করার সাহস কেউ পেতো না।

মুসলিমরা তাদের শাসনকালে ভারতের সব ধর্মের সাথে যেভাবে সাম্যের আচরণ করতে পেরেছে, হিন্দুরা তাদের শাসনকালে অন্য ধর্মের সাথে সেভাবে সাম্যের আচরণ করতে পারেনি। ফলে, মুসলিমদের শাসনকালে কোনো মন্দির না ভাঙ্গা হলেও হিন্দুদের শাসনকালে এখন মসজিদ ভাঙ্গা হচ্ছে।

11 November 2019 at 3:32 pm

আরো পোস্ট