কেমন করে আমাদের সংবিধানে ‘ ধর্মনিরপেক্ষ ‘ শব্দটি ঢুকে পড়লো!
“আমাদের সংবিধানে ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ ঢুকে পড়ার ক্ষেত্রে দায়বদ্ধ আমারা বাংলাদেশের ভিতরের কেউ নই। আমাদের কারো চিন্তা বা দাবি থেকে এটা আসেনি। আমাদের রাজনৈতিক মাঠ থেকেও এ দাবি উঠে আসেনি। বাংলাদেশের ভিতরের কোনো ব্যক্তি, কোনো সংগঠন, ধর্মীয় বা অন্য কোনো প্রতিষ্ঠান- কেউ এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের দাবি করেনি, বরং এটা এসেছে বাহির থেকে। সুনির্দিষ্ট করে বললে, এটা ছিলো ভারতের দাবি; যা আমাদের মুক্তিযুদ্ধকালে কূটনৈতিক সমর্থন ও বাংলাদেশকে স্বীকৃতিদানে ভারতের শর্ত ও পরামর্শ হিসাবে এসেছিল।
বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তানের অভ্যন্তরীণ ইস্যু হিসেবে ‘ধর্মনিরপেক্ষতা’র রাজনৈতিক দাবি কখনো আসেনি, কখনোই আসতে পারে না। ষাটের দশকে জুড়ে আমাদের স্বায়ত্তশাসনের আন্দোলনের সময়ে আওয়ামী লীগের অবস্থান হিসাবে শেখ মুজিবের মুখ থেকে ‘ধর্মনিরপেক্ষতা’র দাবি অথবা ‘রাষ্ট্র থেকে ধর্ম আলাদা করতে হবে’ এই টাইপের কোনো বয়ান আসেনি। আসলে এমন কথা আসা এক কথায় সম্ভবই ছিলো না।”
– গোতম দাস (Goutam Das), মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম, পৃ – ১১৭
4 August 2019 at 14:28pm