বিনা অপরাধে কোনো মানুষকে কি আল্লাহ তায়ালা কষ্ট বা শাস্তি দিতে পারেন?

বিনা অপরাধে কোনো মানুষকে কি আল্লাহ তায়ালা কষ্ট বা শাস্তি দিতে পারেন? অথবা বিপদে ফেলতে পারেন? এটা কি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্যে জুলুম নয়?

আল্লাহ তায়ালা তাঁর বান্দাকে যদিও বিনা অপরাধে কখনো শাস্তি দেন না, কিন্তু তিনি চাইলে তাঁর বান্দাকে বিনা অপরাধে শাস্তি দিতে পারেন, এবং বিপদে ফেলতে পারেন। কেননা, আল্লাহ তায়ালা মানুষের জীবন-মৃত্যু সব কিছুর মালিক। তিনি চাইলে বান্দাকে বিনা অপরাধে শাস্তি দিতে পারেন, এবং বিনা দোষে বিপদে ফেলতে পারেন। এটা আল্লাহর পক্ষ থেকে কোনো জুলুম নয়, বরং বান্দার জন্যে পরীক্ষা।

যার উপর কোনো মালিকানা নেই, তার উপর ক্ষমতা প্রয়োগ করাকে জুলুম বলে। কিন্তু, যার উপর মালিকানা আছে, তার উপর ক্ষমতা প্রয়োগ করাকে জুলুম বলা হয় না।

যেমন, নিজের গাছের ফুল ছিঁড়ে প্রিয়তমাকে দেয়াটা অন্যায় না। কিন্তু অন্যের গাছের ফুল ছেড়াটা অন্যায়। আমরা আমাদের প্রয়োজনে নিজের গাছ কাটি, অথবা হাস-মুরগি জবাই করি, অথচ গাছ বা হাস-মুরগির কোনো অপরাধ নেই। নিজের বাড়ীর গাছ কাটা কিংবা নিজের টাকায় কেনা গরু-ছাগল জবাই করা যদি অপরাধ বা জুলুম হয়, তাহলে মানুষ না খেয়েই থাকতে হবে। অর্থাৎ, যার উপর আমাদের মালিকানা রয়েছে, তার উপর ক্ষমতা প্রয়োগ করাকে জুলুম বলা হয় না। যেহেতু পৃথিবীর সকল মানুষের মালিকানা আল্লাহ তায়ালার, তাই কোনো মানুষকে বিনা অপরাধে বিপদে ফেলাটা আল্লাহর জন্যে অন্যায় কোনো কাজ নয়। আল্লাহ তায়ালা আমাদেরকে পরীক্ষা করার জন্যে কখনো কখনো আমাদেরকে বিপদে ফেলেন।

13 July 2019 at 11:38am

আরো পোস্ট