|

সব দলকে কি এক হবার দরকার?

অনেকে আক্ষেপ করে বলেন, “আহা! সব ইসলামী দল যদি এক হয়ে যেতো। কত ভালো হতো।”

এই আক্ষেপকে যদি অন্যভাবে বলি তাহলে তা এমন, “আহা! গাছের সব পাতা যদি একটা বড় পাতা হয়ে যেতো।” অথবা, “আহা! পৃথিবীর সব মসজিদ যদি একটা বড় মসজিদ হয়ে যেতো।” কিংবা, “আহা! সব ইসলামী স্কুল বা মাদ্রাসা মিলে যদি একটা বড় মাদ্রাসা হয়ে যেতো।”

এই আক্ষেপটা তেমন কাজের নয়। কারণ, একজন মানুষের চেহারার সাথে যেমন অন্য মানুষের চেহারার ১০০% মিল নেই, তেমনি একজন মানুষের চিন্তার সাথেও অন্য মানুষের চিন্তার ১০০% মিল নেই। সুতরাং, প্রতিটি মানুষের চিন্তার পার্থক্য থাকবেই। একইভাবে, প্রতিটি মানুষের যেমন দুটি হাত আছে, তেমনি প্রতিটি মানুষের কিছু চিন্তা একই ধরণের।

মুসলিম উম্মাহকে একটি গাছের সাথে তুলনা করি। একটি গাছের অনেক ডাল-পালা এবং অসংখ্য পাতা থাকলেও গাছের মূল কাণ্ড কিন্তু একটাই। তেমনি, মুসলিম উম্মাহর অনেক দল-উপদল কিংবা অনেক ধরণের মতাদর্শ থাকলেও সবার বিশ্বাস কিন্তু একই। সবাই এক আল্লাহকে বিশ্বাস করেন। সুতরাং, ভিন্ন চিন্তার কারণে কোনো দল-উপদল তৈরি হওয়াটা সমস্যা নয়। সমস্যা হলো, যখন আমরা একটি গাছে কেবল একটি ডাল থাকা উচিত মনে করে অন্য ডালগুলোকে গাছের মূল কাণ্ড থেকে কেটে ফেলতে চাই। অর্থাৎ, যখন নিজের দলকে একমাত্র ‘সহীহ ইসলামী দল’ মনে করে অন্য দলগুলোকে ইসলাম থেকে বাদ দিতে চাই, তখনি সমস্যার শুরু হয়।

একটি দেশে যেমন অনেক মসজিদ ও অনেক মাদ্রাসা হওয়া স্বাভাবিক, তেমনি একটি দেশে অনেক ইসলামী দল হওয়া খুবই স্বাভাবিক।

13 July 2019 at 2:30 pm

আরো পোস্ট

একটি মন্তব্য লিখুন

আপনার ইমেইল অ্যাড্রেস প্রকাশ করা হবে না। তারকা (*) চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক