কোর’আন নাযিলের একটি অর্থ হলো, আল্লাহর ডাইমেনশন থেকে মানুষের ডাইমেনশনে কোর’আন নেমে আসা
কোর’আন আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদ (স)-এর উপর নাযিল হয়েছে। এখানে নাযিল শব্দটির দুটি অর্থ রয়েছে। একটি নাযিল হলো বৃষ্টির মতো উপর থেকে নিচে নাযিল হওয়া। আরেকটি অর্থ হলো, আল্লাহর ডাইমেনশন থেকে মানুষের ডাইমেনশনে নেমে আসা।
ডাইমেনশন জিনিসটা একটু বলি। ধরুন, একটা কাগজে আপনি একটা বিন্দু আঁকলেন। এখানে বিন্দুটি হলো ১ম ডাইমেনশন। যে কাগজে আঁকলেন, সে কাগজ হলো ২য় ডাইমেনশন। যে কলম দিয়ে আঁকলেন, সে কলম হলো ৩য় ডাইমেনশন। আর, আপনি আপনার বন্ধুর নিকট যখন বিন্দুটির ছবি তুলে পাঠিয়ে দিলেন, তখন সে ছবিটা হয়ে গেলো ৪র্থ ডাইমেনশন। এখন আপনার বন্ধু আপনাকে বললো, “তুমি কিভাবে বিন্দুটি এঁকেছ, অতীতে ফিরে গিয়ে আমাকে একটু দেখাও তো”। আপনি তখন আপনার বন্ধুকে বললেন, “৫ম ডাইমেনশন প্রযুক্তি এখনো আমাদের সামনে না আসার কারণে, আমরা ইচ্ছে করলেই অতীতে চলে যেতে পারি না, বা ভবিষ্যৎ দেখে আসতে পারি না। তাই আমি দুঃখিত, অতীতে গিয়ে তোমাকে বিন্দুটি আঁকা দেখাতে পারবো না।”
মানুষ যখন ৪র্থ ডাইমেনশনের প্রযুক্তি আবিষ্কার করলো, তখন আলোকে যে কোনো বস্তুর ভিতর দিয়ে বিনা বাধায় প্রবেশ করাতে পেরেছে। একইভাবে মানুষ যখন ৫ম ডাইমেনশনে পোঁছাবে, তখন সময়ের ভিতর দিয়েও প্রবেশ করতে পারবে। অর্থাৎ, কেউ ইচ্ছে করলেই তখন জান্নাত ও জাহান্নাম দেখে আসতে পারবে, যেমন রাসূল (স) দেখে এসেছিলেন।
রাসূল (স) অনায়াসেই ৫ম ডাইমেনশনের কাজগুলো করতে পারতেন, যা আমাদের দ্বারা এখনো সম্ভব হচ্ছে না। কিন্তু, আল্লাহ তায়ালার ডাইমেনশন আরো অনেক অনেক উপরে, যা আমরা জানি না।
আল্লাহ তায়ালার ডাইমেনশন থেকে যখন রাসূল (স)-এর ৫ম ডাইমেনশন পর্যন্ত কোর’আন নেমে আসে, তখন সেটাকে আমরা কোর’আন নাযিল হওয়া বলতে পারি। রাসূল (স) তাঁর ৫ম ডাইমেনশন থেকে আমাদের জন্যে কোর’আনকে অক্ষর দিয়ে লিখে ২য় ডাইমেনশনে এনে দিয়েছেন, যাতে আমরা কোর’আন পড়ে বুঝতে পারে।
যে কোর’আন আল্লাহর ডাইমেনশনে থাকে, তা মানুষের তৈরি অক্ষরের সাহায্য ছাড়াই থাকতে পারে। রাসূল (স)-এর ডাইমেনশনে কোর’আন নাযিল হবার পর, তিনি আমাদের জন্যে মানুষের তৈরি অক্ষরের সাহায্যে তা লিখে নিয়েছেন।
সে যাই হোক, কোর’আন নাযিলের একটি অর্থ হলো, আল্লাহর ডাইমেনশন থেকে মানুষের ডাইমেনশনে কোর’আন নেমে আসা।
9 May 2019 at 5:21 pm