কন্যা
কন্যা!
থেমিস কেন? আদালত মন্দিরে চাই তোমার মূর্তি।
ধর্ষক, না, সোনার ছেলেরা উৎসাহ পাবে, তোমায় দেখে;
তুমি অপকর্মের শুরু।
সাক্ষী, না, মিথ্যুকেরা লজ্জা পাবে, তোমায় দেখে;
তুমি চেতনার গুরু।।
থেমিস নয়, দেবী নয়, প্রতিমা নয়, কোনো ভাস্কর্য নয়,
– চাই তোমার মূর্তি, জ্বলে উঠুক চেতনার মন্দিরে।
পুলিশ, না, খুনির রাইফেল উঁচু হবে, তোমায় দেখে;
তুমি নেতা ওদের দলে।
হাকিম, না, জল্লাদের মাথা নত হবে, তোমায় দেখে;
পরাজিত সবে, তোমার বলে।।
কন্যা,
থেমিস নয়, শুধু তোমাকে চাই;
যেন দেখে ভয় পাই।