নারী দিবসের লেখা – ৮

নারীদেরকে খারাপ বলার প্রতিবাদ
_____

আয়েশা (রা)-এর সামনে আলোচনা হচ্ছিলো যে, নামাজের সামনে দিয়ে কুকুর, গাধা ও নারীরা যাতায়াত করলে নামাজ নষ্ট হয়ে যায়।

আয়েশা (রা) বললেন, তোমরা আমাদেরকে কুকুর ও গাধার সমতুল্য মনে করছো? আল্লাহর কসম, আমি রাসূল (স)-কে নামাজ পড়তে দেখতাম, অথচ, তাঁর ও কিবলার মধ্যবর্তী স্থানে আমি খাটে শুয়ে থাকতাম।

[সহীহ মুসলিম – ২৭০, মাকতাবায়ে শামেলা]
_______

عَنْ عَائِشَةَ، وَذُكِرَ عِنْدَهَا مَا يَقْطَعُ الصَّلَاةَ الْكَلْبُ، وَالْحِمَارُ، وَالْمَرْأَةُ فَقَالَتْ عَائِشَةُ: قَدْ شَبَّهْتُمُونَا بِالْحَمِيرِ وَالْكِلَابِ، وَاللهِ لَقَدْ «رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَإِنِّي عَلَى السَّرِيرِ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ مُضْطَجِعَةً،

1 মে, 2018, 3:35 PM

আরো পোস্ট