নিকট আত্মীয়ের মধ্যে বিয়ে করলে সন্তানের হৃদরোগ হতে পারে?

– নিকট আত্মীয়ের মধ্যে বিয়ে করলে সন্তানের হৃদরোগ হতে পারে?

দেবি শেঠি – হ্যাঁ। নিকট আত্মীয়ের মধ্যে বিয়ে জন্মগত অস্বাভাবিকতার দিকে ঠেলে দেয়।

বিয়ে করার আগে আমার শর্ত ছিলো, তিন ধরণের মেয়েকে বিয়ে করবো না।

১) নিজের শিক্ষকের মেয়েকে। কারণ, শ্বশুর আমাকে নিজের ছাত্র মনে করবে, এবং যথেষ্ট মূল্যায়ন করবে না।

২) নিজের ছাত্রীকে। কারণ, শ্বশুর-শাশুড়ি বলবেন, আমাদের টাকা দিয়েই তো সে পড়াশুনা করেছে।

৩) মামাতো-খালাতো-চাচাতো বোনকে। কারণ, এতে নতুন জামাইয়ের অভিজ্ঞতা অর্জন করা যায় না, এবং আত্মীয়-স্বজন মূল্যায়ন করে না।

এ ছাড়া রাসূল (স) বলেছেন – “নিকট সম্পর্কীয় নারীকে বিয়ে করো না, দুর্বল সন্তান জন্মগ্রহণ করবে।” [এহইয়াউ উলুমিদ্দীন, মুহিউদ্দীন খান অনূদিত, ২য় খণ্ড, পৃষ্ঠা ২৭০]

4 মার্চ, 2019, 12:50 PM

আরো পোস্ট