নির্বাচনকালীন দরবেশদের কাছ থেকে সতর্ক থাকুন
কিছু মানুষ শীতের রাতে উঠে তাহাজ্জুদ পড়েন, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েন, এবং নিয়মিত নফল রোজা রাখেন; কিন্তু মানুষের সাথে সুন্দর আচরণ করেন না এবং টাকা-পয়সার লেনদেনে ওয়াদা ঠিক রাখেন না; এমন মানুষ আমাদের সমাজে প্রচুর।
ইমাম বুখারী বর্ণনা করেন, রাসূল (স)-কে একবার এক নারী সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিলো, নারীটি নিয়মিত রোজা রাখে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু সে প্রতিবেশী ও আত্মীয়স্বজনের সাথে খারাপ আচরণ করে।
তার সম্পর্কে রাসূল (স) বলেন – “ঐ নারীর মধ্যে ভালো কিছু নেই। সে জাহান্নামের অধিবাসী”।
قِيلَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ فُلانَةَ تَصُومُ، وَتَقُومُ اللَّيْلَ، وَتُؤْذِي جِيرَانَهَا بِلِسَانِهَا، قَالَ ” لا خَيْرَ فِيهَا، هِيَ فِي النَّارِ
[বুখারী, আদাবুল মুফরাদ, ১১৯]
_____
ভোট আসলে একজন নারী তাহাজ্জুদ পড়া শুরু করেন, কিন্তু সারাজীবন জনগণের মৌলিক অধিকার তিনি কেড়ে নিয়েছিলেন। আবার অনেকেই টুপি মাথায় দিয়ে মাজারে ও মসজিদে যান, কিন্তু সারাজীবন তারা জনগণের ট্যাক্স ও ব্যাংকের টাকা চুরি করেছিলেন। এসব নির্বাচনকালীন দরবেশদের ব্যাপারে সতর্ক থাকুন।
12 December 2018 at 18:41