নিচের প্রশ্নগুলোর জবাব দিয়ে আত্মবিশ্বাস যাচাই করে নিতে পারেন
আত্মবিশ্বাসের অপর নাম আল্লাহর উপর তাওয়াক্কুল। নিজের উপর আমাদের কতটা আত্মবিশ্বাস আছে, অথবা, আল্লাহর উপর আমাদের কতটা তাওয়াক্কুল রয়েছে, তা নিচের প্রশ্নগুলোর জবাব দিয়ে যাচাই করে নিতে পারেন।
১। কোনো কাজ শুরু করার আগেই কি চিন্তা করেন যে, “যদি সফল না হই?” কিংবা “যদি কাজটি শেষ করতে না পারি?”
২। কোনো কাজ করার আগে আল্লাহ কি বলবে, তা চিন্তা না করে, মানুষ কি বলবে, তা চিন্তা করেন নাকি?
৩। আল্লাহর উপর তাওয়াক্কুল করে নেয়া কোনো সিদ্ধান্ত ঠিক আছে কিনা, তা অন্যকে জিজ্ঞাস করেন?
৪। বন্ধুদের কেউ অপছন্দের বা অন্যায় কোনো কাজের জন্যে দাওয়াত দিলে বন্ধুত্বের কথা ভেবে তার সাথে রাজি হয়ে যান?
৫। কোনো কাজে ব্যর্থ হলে ভেঙ্গে পড়েন কিনা?
৬। কারো সামনে কথা বলতে বা বক্তব্য দিতে লজ্জা পান কিনা?
৭। নিজেকে সবসময় অন্যের সাথে তুলনা করেন কিনা?
৮। নিজের কাছে সবসময় কোনো কিছুর অভাব মনে হয় কিনা?
৯। অন্যের কাছ থেকে প্রশংসা শুনার আগ্রহ আছে নাকি?
১০। কোনো কিছু কিনতে গেলে সিদ্ধান্তহীনতায় ভোগেন কিনা?
১১। নিজের শারীরিক কাঠামো ও সৌন্দর্যের বিষয়ে অসন্তুষ্ট কিনা?
১২। খুব বেশি অন্যকে উপদেশ দেয়ার ইচ্ছে হয় নাকি?
১৩। ফেইসবুকে কেউ আপনার বিপরীতে কমেন্ট করলে তাঁকে ভুল প্রমাণ করার ইচ্ছে জাগে নাকি?
উপরোক্ত কয়টি প্রশ্নের উত্তর “হ্যাঁ” হয়েছে, এবং কয়টি প্রশ্নের উত্তর “না” হয়েছে?
যার উত্তর যতোবেশি “না” হবে, বুঝতে হবে তিনি ততোবেশি আত্মবিশ্বাসী, বা তিনি ততোবেশি আল্লাহর উপর তাওয়াক্কুলকারী।
4 February 2018 at 00:21