|

ইসলামি রাজনৈতিক দল ও জাতীয়তাবাদ একই চিন্তায় গঠিত

ইসলামপন্থীদের মধ্যে যারা জতীয়তাবাদের বিরোধিতা করেন, তারাই আবার দলীয় রাজনীতিকে পছন্দ করেন।

জাতীয়তাবাদের বিরোধিতা করে মাওলানা মওদুদী বলেন, “আমাদের সামনে ‘জাতি’ বা ‘জাতীয়তাবাদের’ কোনো অস্তিত্ব নেই। আমাদের সামনে রয়েছে শুধু মানুষ বা মানব জাতি। তাদের কাছে আমরা এক মহান আদর্শ এ উদ্দেশ্যে পেশ ও প্রচার করবো যে, এ আদর্শের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্রীয় কাঠামো গঠিত ও প্রতিষ্ঠিত হবার মধ্যেই তাদের সকলের কল্যাণ ও সাফল্য নিহিত রয়েছে। এই আদর্শ গ্রহণকারী সকল মানুষ ঐ আদর্শিক রাষ্ট্রটি পরিচালনায় সমান অংশীদার। এবার একটু চিন্তা করে দেখুন, যে ব্যক্তির মন মগজ, ভাষা বক্তব্য, কাজ কর্ম, তৎপরতা প্রভৃতি প্রতিটি জিনিসের উপর সংকীর্ণ জাতীয়তাবাদ ও জাতিপূজার মোহরাংকিত হয়ে আছে, সে কী করে এই মহান বিশ্বজনীন আদর্শিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে সক্ষম হবে? সংকীর্ণ জাতি পূজায় অন্ধ বিভোর হয়ে সে নিজের হাতেই তো বিশ্বমানবতাকে আহ্বান জানাবার পথ বন্ধ করে দিয়েছে। প্রথম কদমেই তো সে নিজের পজিশনকে ভ্রান্তির বেড়াজালে নিমজ্জিত করেছে। বিশ্বের যেসব জাতি জাতীয়তাবাদী বিদ্বেষে অন্ধ হয়ে আছে, জাতিপূজা এবং জাতীয় রাষ্ট্রই যাদের সমস্ত ঝগড়া লড়াইর মূল কারণ, তাদের পক্ষে বিশ্ব মানবতাকে কল্যাণের আদর্শের প্রতি আহ্বান করা সম্ভব নয়।” (ইসলামি রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হবে?, পৃষ্ঠা ১২)

মাওলানা মওদুদী জাতিরাষ্ট্র বা জাতীয়তাবাদের যে সমস্যাগুলোর কথা বলেছেন, সে সমস্যাগুলো তার গঠিত দলের মধ্যেও রয়েছে।

যেমন,

১) জাতীয়তাবাদের মাধ্যমে এক জাতি অন্য জাতির চেয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করে। একইভাবে দলীয় রাজনীতির কারণে, একটি ইসলামি দল অন্য ইসলামি দলের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করে।

২) জাতীয়তাবাদ বিশ্বমানবতাকে কল্যাণের পথে আহবানের পথ বন্ধ করে দিয়েছে। একইভাবে, দলীয় রাজনীতি সকল মুসলিমকে কল্যাণের দিকে আহবানের পথ বন্ধ করে দেয়। যেমন, তাবলীগের টঙ্গির ময়দানে আওয়ামীলীগ, বি এন পি সহ সকলেই যেতে পারে, কিন্তু জামায়াতে ইসলামীর সদস্যদের বৈঠকে সমার্থকরা যেতে পারেন না।

৩) জাতীয়তাবাদ যেমন অন্য জাতীর প্রতি বিদ্বেষ পোষণ করে, তেমনি ইসলামি দলগুলো অন্য দলগুলোর প্রতি বিদ্বেষ পোষণ করে।

কেউ যদি সত্যিকারভাবে জাতীয়তাবাদের বিরোধিতা করতে চান, তাহলে প্রথমেই তাকে যে কোনো দলমূক্ত হতে হবে। কিন্তু বিশ্বমুসলিম ও মানবতার কল্যাণে নিজেদের দল বিলুপ্ত করতে কেউ চাইবেন না। যে যুক্তিতে একটি ইসলামি রাজনৈতিক দল থাকার যুক্তি তারা দিয়ে থাকেন, একই যুক্তিতে জাতীয়তাবাদের প্রয়োজনীয়তাও স্বীকার করা যায়।

জাতীয়তাবাদকে ইসলামের মুখোমুখি দাঁড় করানোটা আধুনিক সময়ের ইসলামপন্থীদের একটি বড় সমস্যা।

আরো পোস্ট