কবিতা

বিজ্ঞানমনস্ক
________________

বিজ্ঞান বোঝে না কবিতা
আঁকা ছবি ও আমাকে
যন্ত্রের জনক সে, ও তারা
আমাকে আর বুঝবে কি!

বিজ্ঞানমনস্ক তরবারি
আমার গলা কাটে যখন;
‘হা’ করে তাকিয়ে থাকে
রাষ্ট্র, সমাজ, ব্যক্তি –রোবটের সব কর্মচারী
ভালোবাসা ওরা বুঝবে কি!

সত্য ওদের –যন্ত্র
মন্ত্র –মানুষের ধ্বংস

এরপর,
পুঁইশাক কবিতা লিখবে
রোবটেরা দেখবে
আনন্দ-বেদনা ওরা বুঝবে কি!

June 10, 2015 at 5:00 PM

আরো পোস্ট