কবিতা

কৃষ্ণ এলো রাধার দেশে
______________________

তোমার জন্যে বাসর সাজিয়েছি
তুমি আসবে বলে

ঘরের খুঁটি, পথের গাছ, শহরের ল্যাম্পপোস্ট
ধ্যান করছে তোমায়, নিয়ে ছবি-পতাকা বুকে
লোকাল বাস, হেঁটে চলা শ্রমিক, শহরের অক্সিজেন
থমকে দাঁড়ায়, কষ্টে-ক্ষোভে
তোমায় স্বাগত জানাবে বলে

আকাশ-বাতাস, সাগর-নদী, পথ-ঘাট, মাটি-মানুষ
সব দিব তোমায় ভালোবাসার মূল্যে
তবু, দাসীকে স্ত্রী গণ্য কর হে প্রভু

ওরা নিন্দুক, বলবে অনেক কথা বলুক
সহ্য করব, দমিয়ে রাখব, গোপন রাখব সব
তুমি মোর প্রিয় বলে

June 6, 2015 at 7:30 

আরো পোস্ট