ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা
জোবায়ের আল মাহমুদ
আমি কেন চাইব যে, সবাই আমার মত চিন্তা করুক, আমার মত ভাবুক আর আমার মতই জানুক! যেখানে দু’জন যমজ ভাই একই বাবা-মায়ের সন্তান হওয়া সত্ত্বেও তাদের স্বভাব-প্রকৃতি, চেহারার আকৃতি, গায়ের রঙ, শারীরিক গঠন সব কিছুই ভিন্ন ভিন্ন হয়; সেখানে তাদের চিন্তা কেন ভিন্ন হবে না!
চিন্তার জগতে ভিন্নতা খুবই স্বাভাবিক একটি ব্যাপার, এবং একে স্বাভাবিক ভাবেই মেনে নিতে হয়। আমি যে কাঠামো দিয়ে চিন্তা করি, আপনি সে কাঠামোতে চিন্তা নাও করতে পারেন, আপনার চিন্তার ভিন্ন কাঠামো থাকতে পারে; তার মানে এটা নয় যে, ‘আপনি ভুল’। কিন্তু, আমরা অধিকাংশ সময় তাই করি, নিজের চিন্তার স্কেল দিয়ে অন্যের চিন্তাকে বিচার করি; একটু ভিন্নতা পেলেই বলি, ‘সে ভুল’!!! কারণ, সে আমার ফর্মুলায় কিম্বা আমার সূত্র দিয়ে চিন্তা করে না।
রসূল (স) এর সময়ে এবং তাঁর পরবর্তীতে এমন ঘটনা অনেক পাওয়া যাবে, যেখানে এক-একজন সাহাবী এক-একভাবে চিন্তা করেছেন; কিন্তু, কেউ কাউকে কখনও ‘ভুল’ বলেন নি; কিম্বা, আমার মত-ই ‘সঠিক’ এমন দাবিও করেন নি; সবাই সবাইকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। অথচ, আমরা??? নিয়মিত-ই অন্যের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করি, ফাত্ওয়া প্রদান করি; আমাদের মতের সাথে একটু পার্থক্য থাকলেই বলতে শুরু করি, ‘এ খারাপ, সে খারাপ’ ইত্যাদি, ইত্যাদি।
একটু ভেবে দেখুন তো, পৃথিবীর সবাই যদি দেখতে ঠিক আমার মতই হত, আর ঠিক আমার মতই চিন্তা করত, তাহলে পৃথিবীর কী দশা-ই না হত!
May 11, 2014 at 8:42 PM ·