ডিজিটাল কন্টেন্ট কীভাবে আমাদের থেকে টাকা নিয়ে যাচ্ছে?

ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতে একবার এক বন্ধু বললেন, “চল, টিএসসিতে নাটক দেখে আসি ফ্রি, টিকেট লাগবে না।”

আমি বললাম, “কত টাকা দিবে তারা আমাকে?”

বন্ধু বললো, “আশ্চর্য! তারা নাটক দেখাবে ফ্রি। আবার টাকা দিবে? মাথা খারাপ নাকি?”

আমি বললাম, “আমি যদি নাটকটা না দেখে ঐ সময়টাতে একটা রিক্সা চালাই, তাহলেও তো কিছু টাকা পাবো। তাহলে নাটক দেখলে টাকা পাবো না কেন? আমার তো একই সময় দিচ্ছি।

বন্ধু কথা না বাড়িয়ে আমাকে পাগল বলে চলে গেলো।

কথা হলো,

বর্তমানে আমরা ফেইসবুকে ও ইউটিউবে প্রচুর পরিমাণ ডিজিটাল কন্টেন্ট (অডিও-ভিডিও) দেখছি। এ সময়ে যদি আমরা অন্য কাজ করতাম, তাহলে কিছু টাকা পেতাম। কিন্তু ডিজিটাল কন্টেন্ট দেখলে আমরা কোনো টাকা পাই না, বরং কখনো কখনো নিজের টাকা ও ডাটা খরচ করে এসব দেখতে হয়।

ডিজিটাল কন্টেন্ট দেখাতে কোনো দোষ নেই। কিন্তু হিসাব করে দেখলে ভালো।

ধরুণ, আপনি ৩০ মিনিটের একটা নাটক বা ভিডিও দেখলেন। একই সময়ে আপনি রিক্সা চালালে পাবেন ৫০ থেকে ১০০ টাকা। আর কেউ কেউ অবশ্য ৩০ মিনিটে হাজার থেকে লাখ টাকাও ইনকাম করে।

ধরুন, ইউটিউবে ৩০ মিনিট নাটক না দেখে অন্য কাজ করলে আপনি ৫০০ টাকা পেতেন।

এখন কেউ যদি বলে, ইউটিউবে ৩০ মিনিটের একটা নাটক আপনাকে দেখাবো, আপনি ৫০০ টাকা দেন আমাকে। আপনি কি তাকে ৫০০ টাকা দিতেন? হয়তো দিতেন না। কিন্তু ঠিকই ইউটিউবকে বা ফেইসবুককে আপনার ৫০০ টাকার সময় ও জীবন দিয়ে দিচ্ছেন কোনো চিন্তা ছাড়াই।

যদি ৫০০ টাকার সময় দিয়ে যা দেখি আমরা, তা দেখে ৫০০ টাকার বেশি লাভ হয়, তাহলে সে কন্টেন্ট আমরা দেখতে পারি। কোনো সমস্যা নেই। কিন্তু এর ব্যতিক্রম হলে আমাদের জীবনটা লসই হবে।

আরো পোস্ট