| |

আমার ফেইসবুক নীতিমালা

ফেইসবুককে কেউ হৃদয় দিয়ে ভালোবাসলে দেখবেন, দুঃখ-রাগ-ক্ষোভ-বিতর্ক এগুলো আপনার নিত্য দিনের সঙ্গী হয়ে যাবে।

কিন্তু, তবুও,

যারা ফেইসবুক’কে হৃদয় দিয়ে ভালোবেসে ফেলেছেন, কিংবা, যারা ফেইসবুক’কে নিজেদের হার্ট মনে করেন, তাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা উচিত।

দায়িত্বটি হলো –

হার্ট যেমন শরীরের খারাপ রক্তগুলোকে অক্সিজেনের সাহায্যে ভালো রক্ততে পরিবর্তন করে, ফেইসবুকেও তুলনামূলক খারাপ বন্ধুদেরকে লিস্ট থেকে সরিয়ে দিয়ে ভালো বন্ধুদেরকে গ্রহণ করতে হয়।

সহজ কথায়, যারা ফেইসবুক-হৃদয় ও সমাজকে কলুষিত করে, তাদেরকে ফ্রেন্ডলিস্ট থেকে বাদ দিতে হয়। এবং নতুন ভালো বন্ধুদের যুক্ত হবার সুযোগ সৃষ্টি করে দিতে হয়।

প্রশ্ন হলো, কারা হৃদয়কে কলুষিত করে?

উত্তরটা কোর’আনে দেখুন।

كَذَٰلِكَ يَطْبَعُ اللَّهُ عَلَىٰ قُلُوبِ الَّذِينَ لَا يَعْلَمُونَ

“যাদের জ্ঞান নেই, এমনিভাবে আল্লাহ তাদের হৃদয়ে মোহরাঙ্কিত করে দেন।” [সূরা ৩০/রূম – ৫৯]

অর্থাৎ, যারা ফেইসবুকে ও সমাজে অযথা, অযৌক্তিক ও মূর্খের মত আচরণ করে, তারাই হৃদয় ও সমাজকে কলুষিত করে। সুতরাং, তাদেরকে দূরে সরিয়ে দেয়াই হৃদয়ের জন্যে নিরাপদ ও উত্তম।

যোজন-বিয়োজনের এ দায়িত্বটি বছরে একবার পালন করলে হয় না। হার্টের মত প্রতি মুহূর্তে এই কাজটি করতে হয়।

যখনি আপনার ওয়ালে কোনো খারাপ পোষ্ট বা ছবি দেখবেন, যখনি কাউকে অযৌক্তিক ও খারাপ ভাষায় গালাগালি করতে দেখবেন, তখনি তাকে আনফ্রেন্ড করে একজন ভালো বন্ধুকে গ্রহণ করার সুযোগ সৃষ্টি করে দিবেন।

তাহলে, আপনার হার্ট ও ফেইসবুক – দু’টিই ভালো থাকবে। এবং আপনি সুস্থ ও নিরাপদ থাকতে পারবেন।

আমরা চাই, গালাগালিমুক্ত ফেইসবুক ও একটি সুস্থ সমাজ।

আরো পোস্ট

একটি মন্তব্য লিখুন

আপনার ইমেইল অ্যাড্রেস প্রকাশ করা হবে না। তারকা (*) চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক