ধর্মকেও প্রোডাক্ট বা পণ্য বানিয়ে বিক্রি করে পুঁজিবাদ
“ধর্মকেও প্রোডাক্ট বা পণ্য বানিয়ে বিক্রি করে পুঁজিবাদ” – এই দাবী কমিউনিস্টদের।
তাদের এই দাবীর ভ্রান্তি যেমন আছে, কিছুটা সত্যতাও আছে।
এখন, আমি বা আপনি, আমরা কিভাবে বুঝব এটি? কিভাবে বুঝব – ধার্মিক বেশে কোনো পুঁজিবাদী ব্যক্তির খপ্পরে পড়েছি কিনা? কিংবা কিভাবে বুঝব – কমিউনিস্টদের এই দাবী কতটা সত্য এবং কতটা মিথ্যা?
জবাব খুব সহজ। সূরা ইয়াসিনের ২০ ও ২১ আয়াত দুটি দেখুন।
وَجَاءَ مِنْ أَقْصَى الْمَدِينَةِ رَجُلٌ يَسْعَىٰ قَالَ يَا قَوْمِ اتَّبِعُوا الْمُرْسَلِينَ
“শহরের প্রান্তভাগ থেকে এক ব্যক্তি দৌড়ে এলো। সে বলল, হে আমার সম্প্রদায় তোমরা রসূলগণের অনুসরণ কর ।”
اتَّبِعُوا مَنْ لَا يَسْأَلُكُمْ أَجْرًا وَهُمْ مُهْتَدُونَ
“অনুসরণ কর তাদের, যারা তোমাদের কাছে কোন বিনিময় কামনা করে না, এবং তারাই সুপথ প্রাপ্ত ।”
কোর’আনে স্পষ্ট যে, ধর্মের পথে যারা মানুষকে আহবান করে, তারা কোনো বিনিময় চায় না।
এখন, আপনি যদি কোথাও দেখেন যে,
কোনো পীর সাহেব হাদিয়া দেয়া ছাড়া আপনাকে ধর্ম শেখায় না; অথবা কোনো স্কলারের অনলাইন কোর্স কেনা ব্যতীত তিনি আপনাকে ইসলাম শেখার কোনো সুযোগ দেন না; অথবা কোনো রাজনৈতিক দলকে ভোট না দিলে তারা যদি আপনাকে ইসলাম শেখাতে আগ্রহী না হয়; তখন বুঝে নিবেন – এই পীর, এই স্কলার বা এই দলটি আসলে ধর্মের একটি পুঁজিবাদী ভার্সন। তাদের কাছ থেকে আর যাই হোক ধর্মের ব্যাপারে আমরা কোনো কিছু আশা করতে পারি না।
অন্যদিকে, যে পীর, যে স্কলার কিংবা যে দল কোনো বিনিময় ছাড়াই মানুষকে ধর্মের পথে আহবান করে, তাদের ব্যাপারে যদি কোনো কমিউনিস্ট আপত্তি তোলে, তাহলে বুঝে নিবেন যে – এই কমিউনিস্টও ঐ পুঁজিবাদী ধার্মিকের মতই ভ্রান্ত।
আমরা কেবল তাদেরই অনুসরণ করতে পারি, যে পীর, যে স্কলার কিংবা যে দল ধর্মের বিনিময়ে আমাদের কাছে কোনো কিছু দাবী করে না।