সংসদের দুটি কক্ষ কেন জরুরি?

আমাদের দেশে আমেরিকা এবং ব্রিটেনের মতো সংসদের দুটি কক্ষ থাকা জরুরি। পৃথিবীর অধিকাংশ উন্নত দেশে এই ব্যবস্থা বিদ্যমান—একটি উচ্চকক্ষ এবং একটি নিম্নকক্ষ।

নিম্নকক্ষে নির্বাচিত সংসদ সদস্যরা থাকেন, যারা জনগণের প্রতিনিধিত্ব করেন। অপরদিকে, উচ্চকক্ষে স্থান পান ধর্মীয় নেতা ও বিশিষ্ট বুদ্ধিজীবীরা।

যখন নিম্নকক্ষে কোনো নতুন আইন প্রণয়ন করা হয়, তখন সেটি উচ্চকক্ষে পাঠানো হয় অনুমোদনের জন্য। উচ্চকক্ষ সেই আইনটি অনুমোদন করলেই তা আইন হিসেবে স্বীকৃত হয়।

এই ব্যবস্থার মাধ্যমে, যখন আমাদের দেশের ধর্মীয় নেতা এবং বুদ্ধিজীবীরা আইন প্রণয়নের প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন, তখন ধর্মবিরোধী বা দেশবিরোধী আইন সহজে প্রণয়ন করা সম্ভব হবে না।

আরো পোস্ট

একটি মন্তব্য লিখুন

আপনার ইমেইল অ্যাড্রেস প্রকাশ করা হবে না। তারকা (*) চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক