|

আল্লাহকে অনুভব করার উপায়

আমরা কখন বুঝব যে আল্লাহ তায়ালা আমাদেরকে সরাসরি দিক-নির্দেশনা দিচ্ছেন?

১। যখন খুবই ব্যস্ততার মাঝেও আল্লাহ তায়ালাকে স্মরণ হয়।
২। যখন পরিবার, বন্ধু, আত্মীয়-স্বজন বা অধীনস্থদেরকে সাহায্য করতে মন চায়।
৩। যখন কোনো ফকির বা ভিক্ষুককে টাকা বা খাবার দিতে ইচ্ছা হয়।
৪। যখন গাছ-পালা, সাগর-নদী, পশু-পাখী অর্থাৎ প্রকৃতির প্রতি ভালোবাসা জাগে।
৫। যখন আল্লাহর দেয়া প্রাকৃতিক সম্পদকে অপচয় ও দূষণ থেকে রক্ষা করার দায়িত্ববোধ জাগ্রত হয়।
৬। যখন কারো জন্যে ভালো কোনো খাবার বা সুন্দর কোনো কিছু তৈরি করতে মন চায়।
৭। যখন প্রতিটি খাদ্য ও পানীয়কে আল্লাহর নিয়ামত মনে হয়।
৮। যখন কোর’আন বা কোনো বই পড়ার সময়ে গভীর ও নতুন কোনো চিন্তা-ভাবনা নিজের মাঝে জাগ্রত হয়।
৯। যখন নিজের গভীর চিন্তা থেকে কোনো কিছু আঁকতে বা লিখতে ইচ্ছা হয়।
১০। যখন নিজে নিজে নতুন কিছু আবিষ্কার করে ফেলি।
১১। যখন শিশু বা দুর্বলদের প্রতি হৃদয় থেকে ভালোবাসা জাগে।
১২। যখন কেউ নিজের সন্তানদেরকে নৈতিকভাবে বেড়ে উঠতে সাহায্য করে।
১৩। যখন নিজের ব্যক্তিগত সবকিছু বন্ধুদের আগে পিতা-মাতার সাথে শেয়ার করতে মন চায়।
১৪। যখন সমাজের বিভিন্ন বাধা ও দাসত্ব প্রথাগুলো বোঝার যোগ্যতা অর্জন হয়।
১৫। যখন কারো প্রতি অন্যায়ের প্রতিবাদে আমরা তাঁর পাশে দাঁড়াতে চাই।
১৬। যখন নিজের ভুলগুলো আমাদের নিজেদের কাছে ধরা পড়ে।
১৭। যখন কারো সাথে কোনো ভুল করে ফেলার পর তাঁর কাছে ক্ষমা চাইতে ইচ্ছা হয়।
১৮। যখন নিজের চিন্তাগুলোকে অন্যের সাথে বিনয়ীভাবে প্রকাশ করতে মন চায়।
১৯। যখন আল্লাহ তায়ালাকে খুব কাছে উপলব্ধি হয়।

এমন আরো অনেক ঘটনা আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে থাকে, তখন মনে হয়, আল্লাহ তায়ালা সরাসরি আমাদেরকে দিক-নির্দেশনা দিচ্ছেন।

আরো পোস্ট

একটি মন্তব্য লিখুন

আপনার ইমেইল অ্যাড্রেস প্রকাশ করা হবে না। তারকা (*) চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক