|

ডিজিটাল প্রেমের ছড়া

তুমি আমার সকাল বেলার
দুইটা সিদ্ধ ডিম,
তুমি আমার দৌড়াদৌড়ি
পেট কমানোর জিম।

তুমি আমার ফেইসবুকের
একশ একটা শেয়ার
তুমি আমার পড়ার টেবিল
ঘুম পাড়ানি চেয়ার।

তুমি আমার ইউটিউবের
পছন্দের এক লেকচার,
তুমি আমার কি-বোর্ডের
আঙ্গুলের ঘর F, J, R

তুমি আমার মোটা একটা
একাডেমিক বই,
তুমি আমার জীবন মরণ
তুমি আমার সই

আরো পোস্ট

একটি মন্তব্য লিখুন

আপনার ইমেইল অ্যাড্রেস প্রকাশ করা হবে না। তারকা (*) চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক