ইসলামের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক হামলা
ইসলামের ইতিহাসে মুসলিমদের উপর বড় ধরণের দুটি হামলা হয়েছে। একটি দ্বাদশ শতাব্দীতে তাতারীরা করেছিলো, অন্যটি ঊনবিংশ শতাব্দীতে ব্রিটেন ও ফ্রান্স করেছিলো।
তাতারীরা হামলার পর মুসলিমরা সামরিকভাবে হেরে গিয়েছিলো, কিন্তু মুসলিমদের জ্ঞান-বিজ্ঞান ও চরিত্রের সৌন্দর্য দেখে শেষ পর্যন্ত তাতারীরা ইসলামের ছায়াতলে চলে এসেছিলো।
অন্যদিকে, ব্রিটেন ও ফ্রান্স যখন মুসলিমদেরকে হামলা করেছিলো, তখন মুসলিমদের নিজেদের জ্ঞান-বিজ্ঞান ও চারিত্রিক সৌন্দর্য না থাকার কারণে কিছু মুসলিম সে হামলাকে আশীর্বাদ মনে করলো। এবং তারা পশ্চিমা জ্ঞান-বিজ্ঞান ও পশ্চিমা চরিত্র গ্রহণ করার জন্যে মরিয়া হয়ে উঠলো।
কোনো জাতী যদি জ্ঞান-বিজ্ঞানে উন্নত হয়, তাহলে সে জাতী সামরিকভাবে হেরে যাক বা জয়ী হোক, শেষ পর্যন্ত জ্ঞান ও চরিত্রের-ই জয় হয়।