ছেলে মেয়েকে প্রেম থেকে বাঁচানোর উপায়
এক ভাইয়া ইনবক্সে আমাকে একটি ‘সাইকোলজিক্যাল প্রশ্ন’ করেছেন। তিনি বলেন –
“আমার পরিচিত একজন মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। আবার পরিচিত একজন ছেলে (ঘনিষ্ঠ) ১০ শ্রেণিতে পড়ে। তারা অবৈধ সম্পর্কে জড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে। এখন তাদের বুজানোর উত্তম একটা পথ বললে খুশি হতাম।”
নিজের অভিজ্ঞতা থেকে আমি এর উত্তর দিয়েছি।
১) প্রথমত উভয়ের জন্যে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতে হবে, যাতে তারা অবৈধ সম্পর্কে না জড়ায়। পৃথিবীতে দোয়ার চেয়ে কার্যকরী কোনো সমাধান নেই।
২) কেবল ইসলামের দোহাই দিয়ে কাউকে প্রেম থেকে দূরে রাখা যায় না। ছোট ছেলে-মেয়েদেরকে প্রেম থেকে দূরে রাখার সহজ উপায় হলো, তাদের ভিতর বড় হবার স্বপ্ন বুনে দিতে হবে। যখন কোনো ছেলে-মেয়ে জীবনে বড় মানুষ হবার স্বপ্ন দেখে, তখন বড় মানুষ হবার জন্যে সে পড়াশুনা ও কাজ করতে থাকে। ফলে প্রেম করার জন্যে সে যথেষ্ট সময় পায় না।
৩) কেবল বড় মানুষ হবার জন্যে স্বপ্ন দেখালেই হবে না, স্বপ্ন বাস্তবায়ন করার কৌশল শিখিয়ে দেয়ার জন্যে তাদেরকে প্রচুর সময় দিতে হবে। অর্থাৎ, ছেলে-মেয়েরা নিজের প্রতি যতবেশি আত্মবিশ্বাসী হবে, প্রেমের প্রতি তাদের নির্ভরশীলতা ততো কমে যাবে।
৪) ছেলে-মেয়েরা যখন নিজেকে একাকী ভাবতে শুরু করে, তখনি তারা নিজের একাকীত্ব দূর করার জন্যে প্রেমে পড়ে। এ কারণে, ছেলে-মেয়েদেরকে তাদের বাবা-মা ও আত্মীয় স্বজনরা যতবেশি সময় দিতে পারবে, এবং তাদেরকে যতবেশি ব্যস্ত রাখা যাবে, তারা ততোবেশি প্রেমের প্রতি আগ্রহ হারাবে।