বিসমিল্লাহ দিয়ে কোনো কাজ শুরু করা মানে, ঐ কাজে দয়া ও করুণা প্রদর্শন করা
যে কোনো কাজ শুরু করার পূর্বে মুসলিমদেরকে বলতে হয় – বিসমিল্লাহির রহমানির রহিম – পরম দয়ালু ও করুণাময় আল্লাহর নামে শুরু করছি।
যেহেতু যে কোনো কাজ করার জন্যে ক্ষমতা ও শক্তির প্রয়োজন হয়, তাই যে কোনো কাজ করার আগে এটা বলা যেতো যে, “সর্বশক্তিমান ও পরাক্রমশালী আল্লাহর নামে শুরু করছি”। কিন্তু সর্বশক্তিমান ও পরাক্রমশালী আল্লাহর কথা না বলে বলা হয় – পরম দয়ালু ও করুণাময় আল্লাহর নামে শুরু করছি।
এর একটা অনেক কারণ হলো – মানুষকে শক্তি ও ক্ষমতা প্রদর্শনের জন্যে কোনো কাজ শুরু করা ঠিক নয়। বরং মানুষকে দয়া ও করুণা করার জন্যেই সকল কাজ শুরু করা উচিত।
আমরা দয়ালু-করুণাময় আল্লাহর নামে রাস্তায় বের হয়ে প্রথমেই রিক্সা ওয়ালাকে আমাদের ক্ষমতা ও শক্তি প্রদর্শন করি। এরপর সারাদিন যতকাজ করি না কেন, যতই বিসমিল্লাহ পড়ি না কেন, সকল কাজেই আমরা আমাদের ক্ষমতা ও শক্তি প্রদর্শন করার সুযোগ খুঁজি। অথচ, বিসমিল্লাহ দিয়ে কোনো কাজ শুরু করা মানে, ঐ কাজে দয়া ও করুণা প্রদর্শন করা।
26 June 2019 at 3:36 pm