ইসলামে বিড়ালের প্রতি ভালোবাসা
তুরস্কের মসজিদগুলোতে বিড়ালদের প্রবেশাধিকার রয়েছে। আমাদের মসজিদে নারী ও শিশুদের-ই প্রবেশাধিকার নেই, বিড়াল তো দূরে থাক।
প্রাণীদের প্রতি ইসলাম কতটা দয়ালু, তা নিচের হাদীসগুলো থেকে বোঝা যায়।
১
আবদুল্লাহ ইবনে উমর (রা:) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলাকে একটি বিড়ালের কারণে আযাব দেওয়া হয়। সে বিড়ালটি বেঁধে রেখেছিল, অবশেষে বিড়ালটি ক্ষুধায় মারা যায়। এ কারণে মহিলা জাহান্নামে প্রবেশ করলো। বর্ণনাকারী বলেন, তিনি (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, আল্লাহ ভালো জানেন, বাঁধা থাকাকালীন তুমি তাকে না খেতে দিয়েছিলে, না পান করতে দিয়েছিলে এবং না তুমি তাকে ছেড়ে দিয়ে ছিলে, তা হলে সে যমীনের পোকা-মাকড় খেয়ে বেঁচে থাকত।
(বুখারী, ইফা, ২২০৯)
২
কাবশা বিনত কা’ব ইবনে মালিক (রা:) থেকে বর্ণিত। আবূ কাতাদা (রা:) একদিন তাঁর নিকট আগমন করেন। তারপর কাবশা কিছু কথা বলেন: যার অর্থ হচ্ছে, আমি আবূ কাতাদা (রা:) এর জন্য উযূর পানি রাখি। ইত্যবসরে একটি বিড়াল এসে পাত্র থেকে পানি পান করে। আবূ কাতাদা (রা:) পাত্রটি কাত করে দিলে বিড়ালটি পানি পান করে। কাবশা বলেন: আবূ কাতাদা (রা:) আমাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন, হে ভাতিজী! (আমি বিড়ালকে পাত্র থেকে পানি পান করিয়েছে দেখে) তুমি আশ্চর্যান্বিত হয়েছ কি? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, বিড়াল অপবিত্র নয়। কারণ যে সব প্রাণী প্রতিনিয়ত তোমাদের আশে পাশে থাকে, তাদের মধ্যে বিড়ালও একটি।
(সূনান নাসাঈ, ইফা, ৬৮। ইবনে মাজাহ, ইফা, ৩৬৭)
৩
দাউদ ইবনে সালেহ্ ইবনে দ্বীনার আত-তাম্মার হতে তার মাতার সূত্রে বর্ণিত। একদা তাঁর মনিব তাকে আয়িশা (রা:) এর নিকট “হারিসাহ্”-সহ প্রেরণ করেন। অতঃপর আমি তাঁর নিকট পৌঁছে দেখতে পাই যে, তিনি নামাযরত আছেন। তিনি আমাকে (হারিসার পাত্রটি) রাখার জন্য ইশারা করলেন। ইত্যবসরে সেখানে একটি বিড়াল এসে তা হতে কিছু খেয়ে ফেললো। আয়িশা (রা:) নামায শেষে বিড়ালটি যে স্থান হতে খেয়েছিল সেখান হতেই খেলেন এবং বললেন, নিশ্চয়ই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: বিড়াল অপবিত্র নয়। এরা তোমাদের আশেপাশেই ঘুরাফেরা করে। অতঃপর আয়িশা (রা:) আরো বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিড়ালের উচ্ছিষ্ট পানি দ্বারা উযূ করতে দেখেছি। (দারাকুতনী, তাহাবী)।
(সূনান আবু দাউদ, ইফা, ৭৬)
তুরস্কের মসজিদে বিড়ালদের অবস্থান নিয়ে একটা ভিডিও এখানে যুক্ত করে দিলাম।