|

তাওবা মানে কী?

তাওবা মানে গুনাহ থেকে ফিরে আসা। এটা তওবার খুব ছোট একটা দিক। তওবার আসল দিক হলো অচেতন থেকে সচেতন হওয়া। মানুষ যখন অচেতন থাকে, তখনি মানুষ গুনাহ করে বা ভুল করে। কিন্তু যখনি মানুষ সচেতন হয়, তখনি সে বুঝতে পারে যে অতীতের কাজটি ভুল ছিলো।
নবীদের কাজ হলো অচেতন মানুষকে সচেতন করা। এ জন্যে নবীদের উপাধি হলো নাজির বা সতর্ককারী।(৩৮:৭০)
যে কোনো ধরণের অজ্ঞতা বা অচেতন থেকে সচেতন হওয়ার নাম-ই তাওবা।

আরো পোস্ট