‘ভালোবাসা ও দোয়া একে অপরের পরিপূরক’

কেবল মুখে “আমি তোমাকে ভালোবাসি” বলাকে ভালোবাসা বলা হয় না, ভালোবাসাকে কাজে পরিণত করতে হয়। তেমনি, কেবল মুখে “আল্লাহ আমাকে এ জিনিস দাও” বলাকে দোয়া বলে না, দোয়াকে কাজে পরিণত করতে হয়।

দোয়া মানে ভালোবাসা। মানুষ যে জিনিসকে ভালোবাসে, তার জন্যেই কেবল দোয়া করে। অন্যভাবে বললে, মানুষ কোনো কিছুর জন্যে কেবল তখনি দোয়া করে, তখন সে জিনিসটাকে ভালোবাসে। অর্থাৎ, ভালোবাসা ছাড়া দোয়া হয় না, এবং দোয়া ছাড়া ভালোবাসা হয় না। ভালোবাসা ও দোয়া একে অপরের পরিপূরক।

দোয়া দুই প্রকার। ১) কাওলী দোয়া বা মুখের দোয়া; ২) ফেলী দোয়া বা কাজের দোয়া।

কোনো কিছু খুব ভালোবেসে আল্লাহর কাছে মুখে চাওয়াকে বলে কাওলী দোয়া। আর, কোনো কিছু খুব ভালোবেসে করার চেষ্টা করাকে ফেলী দোয়া বলে।

সালাতকে বলা হয় সবচেয়ে বড় দোয়া। সালাত কেবল মুখে কিছু পড়ার নাম নয়, সালাতে শারীরিক কার্যক্রমও পরিচালনা করতে হয়। অর্থাৎ, দোয়া কেবল মুখে উচ্চারণ করার নাম নয়, কাজে পরিণত করার নাম-ই দোয়া।

দোয়া হচ্ছে বাচ্চার কান্নার মতো। মা তার বাচ্চাকে অনেক ভালোবাসা সত্ত্বেও বাচ্চা না কাঁদলে যেমন মা খাবার দেয় না। তেমনি, আল্লাহর কাছে কোনো কিছু চাইতে হলে কখনো কখনো বাচ্চাদের মতো কান্নাও করতে হয়। যে জিনিসের প্রতি মানুষের প্রচণ্ড ভালোবাসা থাকে না, আল্লাহ মানুষকে সে জিনিস দান করেন না।

মানুষ তার কাছেই কিছু চায়, যাকে সে বিশ্বাস করে। তেমনি মানুষ তাকেই ভালোবাসে, যাকে সে বিশ্বাস করে। যখন মানুষ আল্লাহকে ভালোবাসে ও বিশ্বাস করে, তখন জীবনের সব চাওয়া কেবল আল্লাহর কাছেই চায়; এবং সে জন্যে কাজ করে যায়।

22 November 2019 at 8:20pm

আরো পোস্ট