জ্ঞান ক্ষমতা তৈরি করে, নাকি, ক্ষমতা জ্ঞান তৈরি করে?

জ্ঞান ক্ষমতা তৈরি করে, নাকি, ক্ষমতা জ্ঞান তৈরি করে? –এ বিষয়ে কোর’আনের একটি আয়াত।

বিসমিল্লাহির রহমানির রহিম।

يَـٰٓأَبَتِ إِنِّى قَدْ جَآءَنِى مِنَ ٱلْعِلْمِ مَا لَمْ يَأْتِكَ فَٱتَّبِعْنِىٓ أَهْدِكَ صِرَ‌ٰطًۭا سَوِيًّۭا

হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে, যা তোমার কাছে আসেনি। সুতরাং আমার অনুসরণ কর, আমি তোমাকে সরল পথ দেখাব। [ সূরা মারিয়াম – ৪৩]

লক্ষণীয় বিষয় – ১
নমরুদীয় ক্ষমতার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন ইব্রাহীম (আঃ)-এর বাবা। যখন আল্লাহর পক্ষ থেকে ইবরাহীম (আঃ)-এর নিকট জ্ঞান আসলো, তখন তিনি তাঁর বাবার ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বসলেন। এবং তাঁর বাবাকে বললেন – ‘আপনি আমার আনুগত্য করুন’।

লক্ষণীয় বিষয় -২
আনুগত্যের দাবী করাটা কখনো অন্যায় কোনো কাজ নয়। তবে যিনি আনুগত্য দাবী করবেন, তাঁকে অবশ্যই সর্বাধিক জ্ঞানী হতে হবে। জ্ঞানই আনুগত্যের বা নেতৃত্বের ন্যায্যতা প্রদান করে। মূর্খ লোকের আনুগত্য করা যায় না। দেখুন, জ্ঞান আসার আগে ইব্রাহীম (আঃ) কখনো পিতার আনুগত্য দাবী করেননি। বরং জ্ঞানী হবার পরেই কেবল তিনি পিতার আনুগত্য দাবী করলেন।

লক্ষণীয় বিষয় – ৩
জ্ঞান সবসময় আনুগত্য, নেতৃত্ব ও ক্ষমতার কাঠামো তৈরি করার অধিকার রাখে। কিন্তু ক্ষমতা কখনো জ্ঞান তৈরির অধিকার রাখে না। যদি কখনো ক্ষমতা জ্ঞান তৈরি করে, তখন সেটা নিশ্চিত জুলুম হয়ে যায়। যেমন, ইসলাম পূর্ব জাহেলিয়াত যুগ। জ্ঞানহীন ক্ষমতার চর্চা করত বলে তারা ছিল অত্যাচারী।

প্রশ্ন – ১
তাহলে, বাংলাদেশে যারা ক্ষমতা পরিচালনা করছে, তারা কি জ্ঞানী? উত্তর – না। জ্ঞান না থাকলেও ক্ষমতা পরিচালনা করা যায়। তবে সেটা হয় জুলুম। মূর্খরা যখন ক্ষমতা পরিচালনা করে, স্বাভাবিকভাবেই তারা অত্যাচারের মাধ্যমে নিজেদের টিকিয়ে রাখে।

প্রশ্ন – ২
দার্শনিক মিশেল ফুকো বলেছেন – ‘ক্ষমতা জ্ঞান তৈরি করে’। তিনি কি ভুল বলেছেন? উত্তর – না, তিনি ভুল বলেননি। ক্ষমতাও কখনো কখনো ‘জ্ঞান’ তৈরি করে। তবে ফুকো দেখিয়েছেন – ক্ষমতা যখন জ্ঞান তৈরি করে,তখন সেটা আসলে জুলুম হয়ে যায়।

November 25, 2015

আরো পোস্ট