নিউজিল্যান্ডের খ্রিষ্টান সন্ত্রাসীর হামলা
নিউজিল্যান্ডের খ্রিষ্টান সন্ত্রাসীটি নিরীহ মুসলিমদের হত্যা করার জন্যে যেসব অস্ত্র ব্যবহার করেছিলো, সে অস্ত্রগুলোর উপর যাদের নাম লেখা, তারা ঐতিহাসিকভাবে মুসলিমদের শত্রু ও হত্যাকারী ছিলো। অর্থাৎ, আজকের খ্রিস্টান সন্ত্রাসীটি নিজেকে ঐতিহাসিক খ্রিস্টান সন্ত্রাসীদের উত্তরাধিকারী হিসেবে জানান দিয়েছে।
এখানে ছবির মাঝে যে নামগুলো রয়েছে, তার একটি নাম হলো – মিলস অভিলিচ। কসোভা যুদ্ধে মিলস অভিলিচ উসমানী খেলাফতের সুলতান মুরাদকে হত্যা করেছিলো।
অন্য জায়গায় লিখা, “ভিয়েনা ১৬৮৩”। এটাও মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ছিলো।
সুস্পষ্ট ভাবেই বুঝা যাচ্ছে, নিউজিল্যান্ডের আজকের হামলাটি নিরীহ মুসলিমদের বিরুদ্ধে একটি ‘জেনোসাইড’ বা গণহত্যার ছিলো। এটি কোনো বিচ্ছিন্ন হামলা ছিলো না, বরং ঐতিহাসিক ভাবে মুসলিমদের উপর হামলার একটি ধারাবাহিকতার অংশ হিসাবে আজকের হামলাটি হয়েছে।