মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে?
এ ধরণের প্রশ্নকে বলা হয় ক্যাটাগরিক্যাল মিস্টেক। অর্থাৎ, দুইটা বিষয়কে একই রকম ধরে নিয়ে প্রশ্ন করা।
যেমন, A গুণ B = AB; এখানে A ও B গুন করার ফলে AB পাশাপাশি বসেছে।
কিন্তু, ২ গুন ৩ = ২৩ হয় না; এখানে A ও B এর মতো ২ ও ৩ কে পাশাপাশি বসালে গুণ হবে না।
কেন? কারণ এখানে দুইটা এককের ক্যাটাগরি একে অপরের চেয়ে ভিন্ন। A ও B এক ধরণের ক্যাটাগরির একক, এবং ২ ও ৩ আরেক ধরণের ক্যাটাগরির একক।
অথবা, ধরুন, কেউ যদি বলেন, চতুর্ভুজের চারটি কোন রয়েছে, তাহলে বৃত্তের কয়টা কোন রয়েছে?
এ প্রশ্নের মধ্যেও ক্যাটাগরিক্যাল মিস্টেক রয়েছে। অর্থাৎ, চতুর্ভুজ ও বৃত্ত একই রকম নয়। তাই চতুর্ভুজের মতো বৃত্তের কোনো কোন হয় না।
আল্লাহকে মানুষের মতো মনে করাও একই ধরণের ক্যাটাগরিক্যাল মিস্টেক। অর্থাৎ, মানুষ ও আল্লাহ এক নয়। মানুষের সৃষ্টিকর্তা আছে, কিন্তু আল্লাহর সৃষ্টিকর্তা নেই। যেমন, চতুর্ভুজের কোন আছে, কিন্তু বৃত্তের কোন নেই।