উদীচীর সোনার বাংলা

‘সোনার বাংলা’কে আমাদের মাদরাসা শিক্ষার্থীদের উপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয়েছিলো খুনি হাসিনার সময়ে। ফলে ‘সোনার বাংলা’ তখন থেকেই আমার অপছন্দের।

‘সোনার বাংলা’ থেকে মুক্তি পাবার কথা আমি এখনো বলতে পারবো না?

উদীচী আমাকে ফ্যাসিবাদী সময়ের মতো এখনো ‘রাজাকার’ বলবে?

উদীচী আমাকে রুখে দিতে রাস্তায় নামবে?

তাহলে আসুন। ‘সোনার বাংলা’কে আমরা ‘জয় বাংলা’ করবো।

May be an image of text

আরো পোস্ট

একটি মন্তব্য লিখুন

আপনার ইমেইল অ্যাড্রেস প্রকাশ করা হবে না। তারকা (*) চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক