জাতীয় ঐক্যফ্রন্টের ভুলগুলো কি ছিলো?
জাতীয় ঐক্যফ্রন্ট অনেকগুলো ভুল করেছে। তাদের প্রধান ভুল হলো, তারা ইসলামপন্থী দলগুলোকে তাদের সাথে নেয়নি।
যেখানে শেখ হাসিনা বলেছেন, তিনি ক্ষমতায় আসলে কোর’আন ও সুন্নাহ অনুযায়ী দেশ চালাবেন, সেখানে মির্জা ফখরুল বলেছেন, উনারা কখনোই ইসলামী শরিয়াহ আইন চায় না।
শেখ হাসিনা কওমী হুজুরদের সাথে একটা ভালো সম্পর্ক গড়েছেন; কিন্তু অন্যদিকে, ঐক্যফ্রন্ট তাদের সাথে কোনো ইসলামপন্থীর সম্পর্ককেই স্বীকার করেননি।
ঐক্যফ্রন্টের ফেইসবুক ফেইজে গত একমাস ধরে বামপন্থী-সেক্যুলারদের সকল কথা ভালোভাবে প্রচার করা হয়েছে, অথচ, সেখানে একজনও ইসলামপন্থীর কথা প্রচার করা হয়নি।
এ দেশের মানুষ ইসলামকে ভালোবাসে, মানুষের ভালোবাসাকে মূল্য দিতে শিখেনি ঐক্যফ্রন্ট। ভবিষ্যতে ঐক্যফ্রন্ট যদি ভালো রাজনীতি করতে চায়, তাহলে ইসলামপন্থীদেরকে যথার্থ সম্মান দিতে হবে।
৩১/১২/২০১৮