নির্বাচন (ছড়া)
নির্বাচন কমিশন করে একি তামাশা?
জনগণ দেখে বলে সব কিছু ধোঁয়াশা।
সরকারী দলে আছে রক্তের পিপাসা,
জনগণ জানে সব, মনে তার হতাশা।
তরুণ প্রজন্ম করে নতুনের প্রত্যাশা,
দূর হোক মুছে যাক যত আছে কুয়াশা।
২
নির্বাচনের নেতা বলে
দশ টাকাতে চাল,
নির্বাচনটা গেলেই পরে
প্রজার খালি থাল।
ভোটের আগে নেতারা সব
বাজায় তাদের গাল,
ভোটের পরে ঐ নেতাদের
চোখ হয়ে যায় লাল।
এমন করে দেশটা আমার
চলবে কতো কাল?
বদলে ফেলো নোংরা শাসন
ধরো বাংলার হাল।