সুখ, দুখ, আশা ও গুনাহ

মানুষ সবসময় চারটি অবস্থার মধ্যে থাকে, এর বাইরে যেতে পারে না।

১) সুখের মাঝে। তখন শুকরিয়া আদায় করতে হয়।

২) গুনাহের মাঝে। তখন তওবা করতে হয়।

৩) দুঃখের মাঝে। তখন ধৈর্য ধরতে হয়।

৪) আশার মাঝে। তখন দোয়া করতে হয়।

আরো পোস্ট