এক মুমিন অন্য মুমিনের আয়না – এর ব্যাখ্যা কী?

রাসূল (স) বলেছেন –
المُؤْمِنُ مِرَآةُ المُؤْمِنِ
“এক মুমিন অন্য মুমিনের আয়না”

এ হাদিসটির মানে হলো,

(১) মানুষ যেমন নিজেকে সুন্দর করে সাজিয়ে নেয়ার জন্যে আয়নার সামনে যায়, তেমনি এক মুমিন নিজেকে সুন্দর করে উপস্থাপন করার জন্যে অন্য মুমিনের সামনে যায়।

(২) আয়নায় সামনে দাঁড়িয়ে আমরা যা যা করি, আয়নার ভিতরের মানুষটিও ঠিক তা তা করে। একজন মানুষের সাথে আমরা যে আচরণ করবো, সে মানুষটিও আমাদের সাথে একই আচরণ করবে। আমি ভালো আচরণ করলে আমার সামনে মানুষটিও ভালো আচরণ করবে। আর, আমি খারাপ আচরণ করলে, আমার সামনের মানুষটিও খারাপ আচরণ করবে।

(৩) আয়নার ভিতরের মানুষটির চুল যদি এলোমেলো থাকে, তাহলে আমরা আয়নাকে দোষ না দিয়ে নিজের চুল আঁচড়াতে থাকে। তেমনি, কোনো মানুষের দোষ যদি আমাদের চোখে পড়ে, তাহলে তাঁকে দোষ না দিয়ে নিজেকে সংশোধন করতে হবে।

আরো পোস্ট