মুসলিম বিশ্বের ৫ টি প্রধান সমস্যা
মুসলিম বিশ্বের পাঁচটি বড় সমস্যার কথা জিজ্ঞেস করলে আমি বলবো:
১) শত্রু নির্ধারণে ভুল করা। আমরা নিজের ভাইকে শত্রু মনে করি, কিন্তু যে আমার ঘর ভেঙে দিচ্ছে, তাকে শত্রু মনে করি না।
২) এক মুসলিম অপর মুসলিমের ভিন্ন চিন্তাকে মেনে নেয় না। এটা দুই কারণে হতে পারে, এক – হিংসা, দুই – অজ্ঞতা।
৩) নিজের অর্জিত সম্পদ নিজের কাছেই রাখা, এবং মুসলিম উম্মাহ ও মানবতার কল্যাণে ব্যয় না করা।
৪) বুদ্ধিভিত্তিকভাবে পিছিয়ে থাকা। জ্ঞানের সকল শাখায় পশ্চিমা জ্ঞানকে যথাযথ পর্যালোচনা না করে সম্পূর্ণ গ্রহণ বা সম্পূর্ণ বর্জন করা।
৫) মিথ্যা কথা বলা এবং সময়ের যথাযথ মূল্যায়ন না করা।
28 February 13:15pm 2020