আয়াত নং ১৮ (সূরা হাদীদ) ও কিছু প্রশ্ন
দানশীল পুরুষ এবং দানশীল নারী, যারা আল্লাহকে উত্তম ঋণ দান করে, তাঁদেরকে (সম্পদ) বাড়িয়ে দেয়া হবে, এবং তাদের জন্যে রয়েছে সম্মানজনক পুরস্কার।” [সূরা ৫৭/হাদীদ – ১৮]
কোর’আনের এই আয়াতটি বুঝার জন্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দেয়া জরুরী।
১) আমাদের সমাজে পুরুষের অর্থনৈতিক সচ্ছলতা রয়েছে, তাই পুরুষরা আল্লাহর জন্যে মানুষকে ঋণ দিতে পারেন, কিন্তু নারীদের কি অর্থনৈতিক সচ্ছলতা রয়েছে?
২) নারীরা কিভাবে অর্থনৈতিক দিক থেকে সচ্ছল হবেন? কিভাবে তাঁরা অন্যকে ঋণ দিতে পারবেন?
৩) স্বামীরা কি নারীদের হাতে যথেষ্ট টাকা পয়সা দেয়?
৪) নারীরা কি স্বামীর অনুমতি ব্যতীত যাকে ইচ্ছে এবং যখন ইচ্ছে যে কাউকে ঋণ দিতে পারেন?
৫) অন্যকে ঋণ দেয়া একটি ইবাদাত। এর জন্যে কি স্বামীর অনুমতি নিতে হবে?
৬) নারীরা যদি স্বামীদের থেকে টাকা না পান, তাহলে নারীরা কি ব্যবসা বা চাকরী করতে পারবেন?
৭) কিভাবে নারীরা নিজেদের সম্পদ বাড়াতে পারবেন? এবং কিভাবে নারীরা আল্লাহর সম্মানজনক পুরস্কার পাবেন?
প্রশ্নগুলোর ইতিবাচক উত্তর দেয়া ছাড়া উপরোক্ত আয়াতটি বুঝা সম্ভব নয়।
3 July 2019 at 11:49 am