সামাজিক অজ্ঞতা আর জাহেলিয়াত

বয়স তখন ঠিক কত ছিল মনে নেই, ছোট ছিলাম; তবে আজ আবার একই দৃশ্য দেখে ঘটনাটি মনে পড়ল।

ক্বদরের রাতে খুব উৎসাহ নিয়ে গ্রামের মসজিদে যেতাম। বিপুল সাওয়াবের আশা ছাড়াও আরো দুটি কারণ ছিল। দু-দিন পর ঈদ, কে কি কিনেছি, বন্ধুদের কাছে বলব, সে আনন্দে। দ্বিতীয়ত, মসজিদে ‘তাবারক’ দিবে, বাহিরে চটপটি-হালিম বিক্রি করবে, সে আগ্রহে।

ছোটরা কথা বলে… দুষ্টুমি করে… সে অজুহাতে মজজিদের মূল ঘরে আমাদের প্রবেশ নিষেধ ছিল; তাই বারান্দায় ছোটদের সমন্বিত অবস্থান।

কথার শব্দ… বা মৃদু হাঁসির শব্দ… আমাদের কারও কারও মুখে ছিল; তা অস্বীকার করছি না। কিন্তু কোথা থেকে কোন এক ‘পরহেজগার’ বান্দা এসে আমাদের মারধর শুরু করলো। শুধু তাই নয়, মসজিদের বারান্দা থেকে আমাদের বেরও করে দিল।

আমাদের মধ্যে বড় সাইজের দু-একজন হয়তো বলেছিল, ‘মসজিদ কি আপনার বাবার…??? মসজিদ তো আল্লার…।’ আর আমি জিদ ধরেছিলাম, এ মসজিদে আর আসব না। কি ভয়ংকর সিদ্ধান্ত!!!

সমাজের এমন কিছু ‘পরহেজগার’ বান্দার জন্যে কি ভয়ংকর সিদ্ধান্ত-ই না সেদিন আমার অবুঝ মনটা নিয়ে নিলো!!! আল্লাহ মাফ করুক। অথচ বড় হয়ে জানলাম, রাসূল (স) তার ছোট ছোট নাতিদের সাথে নিয়েই নামজের ইমামতি করতেন।

প্রশ্ন হল, এসব ‘পরহেজগার’ বান্দা কি আমাদের সমাজের সমস্যা??? না, সমস্যা হল- সামাজিক অজ্ঞতা আর জাহেলিয়াত। দেশের বেশিরভাগ মুসলিম-ই অজ্ঞতাবশত আবেগ দিয়ে ইসলাম পালন করে। আমাদের উচিত, ঠিক এ জায়গায় আরো অনেক বেশি কাজ করা।

July 25, 2014 at 10:50 PM · 

আরো পোস্ট